Advertisement
E-Paper

গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে এক মঞ্চে ক্যানিংয়ের তৃণমূল নেতৃত্ব

মুখ্যমন্ত্রীর নির্দেশে শেষ পর্যন্ত দলীয় কোন্দল মিটিয়ে এক মঞ্চে উপস্থিত হলেন ক্যানিংয়ের তৃণমূল নেতারা। শনিবার বিকেলে ক্যানিংয়ের ব্লক যুব তৃণমূলের সভাপতি পরেশরাম দাসের ডাকা ওই সভায় উপস্থিত ছিলেন দলের বিরোধী গোষ্ঠীর নেতা বলে পরিচিত ক্যানিং-১ ব্লক তৃণমূল সভাপতি তথা দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সহ সভাধিপতি শৈবাল লাহিড়ি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৪ ০০:৪৩
ঐক্যের বার্তা। ছবি: সামসুল হুদা।

ঐক্যের বার্তা। ছবি: সামসুল হুদা।

মুখ্যমন্ত্রীর নির্দেশে শেষ পর্যন্ত দলীয় কোন্দল মিটিয়ে এক মঞ্চে উপস্থিত হলেন ক্যানিংয়ের তৃণমূল নেতারা। শনিবার বিকেলে ক্যানিংয়ের ব্লক যুব তৃণমূলের সভাপতি পরেশরাম দাসের ডাকা ওই সভায় উপস্থিত ছিলেন দলের বিরোধী গোষ্ঠীর নেতা বলে পরিচিত ক্যানিং-১ ব্লক তৃণমূল সভাপতি তথা দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সহ সভাধিপতি শৈবাল লাহিড়ি।

৫ নভেম্বর পৈলানে তৃণমূলের পঞ্চায়েত রাজ সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন, তিন দিনের মধ্যে ক্যানিংয়ে দলের গোষ্ঠীদ্বন্দ্ব না মিটিয়ে ফেললে শৈবালকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। তারপর থেকেই পরেশ গোষ্ঠী এবং শৈবাল গোষ্ঠীকে দ্বন্দ্ব মেটাতে তৎপর হতে দেখা যায় বলে দলেরই একটি সূত্রের খবর। সেই মতো ব্লক যুব তৃণমূলের ডাকে ক্যানিং বাসস্ট্যান্ডের ওই জনসভায় শৈবাল গোষ্ঠীকেও উপস্থিত দেখা যায়।

তৃণমূল সূত্রের খবর, পঞ্চায়েত ভোটের পর থেকে ক্যানিং পঞ্চায়েত সমিতির সভাপতি কে হবেন, তাই নিয়ে দুই গোষ্ঠীর দ্বন্দ্ব তৃণমূল ভবন পর্যন্ত গড়ায়। তারপর থেকেই ক্যানিং-১ ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে এক গোষ্ঠী, অন্য গোষ্ঠীর বিরুদ্ধে অনাস্থা আনতে শুরু করে। সেই মতো বেশ কয়েকটি পঞ্চায়েতে প্রধানও বদল হন। এ দিনের জনসভায়, বিবদমান দুই গোষ্ঠীর মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে ছিলেন দলের জেলা সহ সভাপতি শক্তি মণ্ডল।

শক্তিবাবু ছাড়াও সভায় ছিলেন জেলা তৃণমূলের যুব সভাপতি অঞ্জন দাস, জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য আবু তাহের সর্দার প্রমুখ। শক্তিবাবু বলেন, “এক শ্রেণির সংবাদমাধ্যম এবং কিছু কুচক্রী দল তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার চালাচ্ছে।” বক্তৃতা শেষে মঞ্চে উপস্থিত নেতা-নেত্রীদের হাতে হাত ধরে এক সঙ্গে সকলকে লড়াই করার আহ্বান জানান তিনি।

canning tmc pareshram das saibal lahiri southbengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy