শিশু বিকাশ কেন্দ্রের চাল গোডাউন থেকে বের করে খোলা বাজারে বিক্রির অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে। হিঙ্গলগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতির কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ ১২ বস্তা চাল উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, সরকারি চাল অবৈধ ভাবে খোলা বাজারে বিক্রি করা হচ্ছে বলে গত কয়ে কদিন ধরেই অভিযোগ ছিল। ব্যবসায়ী সমিতির সম্পাদক সুশান্ত ঘোষ বলেন, ‘‘বাজারের এক ব্যবসায়ী আইসিডিএসের চাল পাচারের চেষ্টা করছে বলে শুনেছি। গত ১৮ জুলাই দুপুর আড়াইটে নাগাদ গোপনে গোডাউন থেকে ১২ বস্তা চাল বের করে বিক্রির সময়ে এলাকার মানুষ তাকে ধরে ফেলেন। সমিতির পক্ষে প্রাথমিক তদন্তের পরে সোমবার ওই চাল পুলিশের হাতে তুলে দেওয়া হয়।’’