জাল নোট-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সোমবার সকালে বসিরহাট কলেজের সামনে একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে কায়ুম মণ্ডল নামে স্বরূপনগরের হঠাৎগঞ্জের ওই বাসিন্দা ধরা পড়েন। তাঁর কাছ থেকে ৪৬ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ দিন বেলা সাড়ে ১২টা নাগাদ কায়ুম বেসরকারি ব্যাঙ্কে এসে প্রথমে ১ লক্ষ টাকা জমা দেন। তার কিছুক্ষণ পরে আরও ৪ লক্ষ টাকা দেন। এরপরে আবার ৪ লক্ষ টাকা জমা দেওয়ার সময়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সন্দেহ হয়। ব্যাঙ্ক থেকে টাকা পরীক্ষা করা হয়। সে সময়ে ৪৬টি জাল নোট মেলে বলে জানান ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার। এরপরেই ব্যাঙ্ক থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। কায়ুমের পুলিশকে জানিয়েছেন, তার ভাই এই টাকাটা জমা দিতে ব্যাঙ্কে পাঠিয়েছিলেন।