দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে কিছু দিন আগেই দলে ফেরার আবেদন জানিয়েছিলেন গাইঘাটার বিধায়ক মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। দলনেত্রীর কাছ থেকে এখনও পর্যন্ত কোনও বার্তা আসেনি। এরই মধ্যে বৃহস্পতিবার দুপুরে ঠাকুরনগরে উদ্বোধন হল পিআর (প্রমথরঞ্জন) ঠাকুর সরকারি কলেজের। কলকাতা থেকে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মঞ্জুলের মা তথা মতুয়া মহাসঙ্ঘের প্রধান উপদেষ্টা বীণাপানিদেবী (বড়মা) কলেজের দ্বারোদ্ঘাটন করেন। কিন্তু অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি মঞ্জুলবাবুকে। আমন্ত্রণপত্রে নামও ছাপা হয়নি। যদিও প্রমথবাবুরই ছোট ছেলে মঞ্জুল। তৃণমূল যে এখনই দলত্যাগী মঞ্জুলকে ফিরিয়ে নিতে আগ্রহী নয়, এ থেকে তা স্পষ্ট হল বলেই মনে করছে রাজনৈতিক শিবির। অনুষ্ঠানে উপস্থিত জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘ওই কলেজ তৈরিতে মঞ্জুলবাবুর কোনও অবদান ছিল না তাই তাঁকে আমন্ত্রণ করা হয়নি।’’ মঞ্জুলবাবুর কথায়, ‘‘অনুষ্ঠানে আমাকে কেউ আমন্ত্রণ করেননি। আমি বিষয়টি জানিও না।’’ প্রসঙ্গত, ওই কলেজের শিলান্যাসের সময়ে (২১ সেপ্টেম্বর, ২০১২) মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে ছিলেন মঞ্জুলবাবু।