Advertisement
০৫ মে ২০২৪

বামেদের হাতছাড়া দেগঙ্গার পঞ্চায়েত

তিন সদস্য দল পরিবর্তন করায় সিপিএমের হাত থেকে তৃণমূলের দখলে গেল দেগঙ্গার হাদিপুর-ঝিকড়া ২ পঞ্চায়েত। রবিবার আজিজনগর পঞ্চায়েতর পাশে মঞ্চ করে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন হামিদুল মণ্ডল, ফরিদা বিবি এবং রফিক মণ্ডল।

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৪ ০২:২১
Share: Save:

তিন সদস্য দল পরিবর্তন করায় সিপিএমের হাত থেকে তৃণমূলের দখলে গেল দেগঙ্গার হাদিপুর-ঝিকড়া ২ পঞ্চায়েত। রবিবার আজিজনগর পঞ্চায়েতর পাশে মঞ্চ করে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন হামিদুল মণ্ডল, ফরিদা বিবি এবং রফিক মণ্ডল। বসিরহাটের সাংসদ ইদ্রিস আলি এবং হাড়োয়ার বিধায়ক জুলফিকার আলির হাত থেকে পতাকা তুলে নেন তাঁরা।

ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দেগঙ্গার হাদিপুর-ঝিকড়া ২ পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ছিল ১৩টি। তার মধ্যে সিপিএম ৯টি, কংগ্রেস ২টি এবং তৃণমূল ও নির্দল ১টি করে আসনে জয়ী হয়। সিপিএমের প্রধান নির্বাচিত হন। বেশ কিছু দিন আগে কংগ্রেস দু’জন এবং নির্দলের এক সদস্য তৃণমূলে যোগ দেন। ফলে তৃণমূলের সদস্য সংখ্যা হয়ে দাঁড়ায় ৪টি। এ দিন ৩ জন সিপিএমের সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ৭টি। সিপিএমের ৬টি।

সদ্য তৃণমূলে যোগ দিয়ে ওই তিন জন বলেন, “সিপিএম আর আগের মতো নেই। দলে এখন সকলেই নেতা। ফলে গ্রামসভার সদস্য হয়েও মানুষের জন্য কাজ করার সুযোগ ছিল না। তাই মুখ্যমন্ত্রীর উন্নয়নযজ্ঞে সামিল হতেই তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

সিপিএম নেতৃত্বের অবশ্য দাবি, টাকার লোভের কাছে মাথা নুইয়ে দল ছেড়েছে কয়েক জন। ইদ্রিশ বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভাবে উন্নয়নের কাজ করে চলেছেন, তা দেখে বিভিন্ন দল থেকে কর্মী-সমর্থকেরা তৃণমূলে যোগ দিচ্ছেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

deganga panchayat left front loss southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE