মধ্যমগ্রামের একটি কলেজের সামনে থেকে বসিরহাটের এক গাড়ি চালকের দেহ মিলল। পুলিশ জানিয়েছে, বসিরহাটের মালতিপুরের বাসিন্দা ওই যুবকের নাম জাহাঙ্গির আলম (২৩)। কোড়াপাড়ার এক বাসিন্দার গাড়ি চালাতেন তিনি। কয়েক মাস আগে তাঁর পরিচয় হয় বারাসতের গোলাবাড়ির মুকবুল শেখের। মকবুলের বিরুদ্ধে নানা অপরাধমূলক কাজের অভিযোগ আছে। গত ১৮ অগস্ট দু’জনে মালতিপুর থেকে গাড়ি নিয়ে বের হয়। ছেলে রাতে বাড়ি না ফেরায় পর দিন বসিরহাট থানায় নিখোঁজ ডায়েরি করেন জাহাঙ্গিরের বাবা। বৃহস্পতিবার মধ্যমগ্রাম থানা থেকে বসিরহাটের পুলিশকে জানানো হয়, সেখানকার একটি কলেজের সামনে এক যুবকের মৃতদেহ পড়ে রয়েছে। শুক্রবার দেহ শনাক্ত করে পরিবার। পুলিশের অনুমান, জাহাঙ্গিরকে শ্বাসরোধ করে খুন করে ফেলে রাখা হয়েছিল। মুকবুলের সন্ধান মেলেনি। তার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। অপরাধীদের ধরার দাবিতে গোপালপুর-হাড়োয়া রাস্তায় মালতিপুরের কোড়াপাড়া ব্রিজের উপরে শুক্রবার অবরোধ করে বিক্ষোভ দেখায় জনতা।