কেন্দ্রীয় সরকারের পদ্ম পুরস্কার প্রত্যাখ্যান করেছেন সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, তবলাশিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক, রাজনৈতিক তরজা। শাসকদল তৃণমূলের পক্ষ থেকে বাংলাকে অপমান করার অভিযোগ উঠেছে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে। অন্য দিকে, আবার পদ্ম পুরস্কার গ্রহণ করার জন্য দলের মধ্যেই সমালোচনার মুখে পড়েছেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। এমতাবস্থায় আজ, বৃহস্পতিবারও নজর থাকবে কেন্দ্রের পদ্ম পুরস্কারের বিতর্ক নিয়ে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো: