একুশের নির্বাচনের আগে নিজেদের ঘর গোছাতে তৎপর হল তৃণমূল। ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে একাধিক মিটিং মিছিলে নেতৃত্ব দেবেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দলীয় সূত্রে খবর, ডিসেম্বরের শুরু থেকেই দলের কাজে ঝাঁপিয়ে পড়বেন মমতা। প্রথমে ৪ ডিসেম্বর জেলা নেতাদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করবেন তিনি। ওই বৈঠকটি মূলত তৃণমূলের সাংগঠনিক বিষয় নিয়ে হওয়ার কথা। এর পর ৬ ডিসেম্বর 'সংহতি দিবসে' কলকাতায় পদযাত্রার পরিকল্পনা রয়েছে তৃণমূলনেত্রীর। ৭ ডিসেম্বর মেদিনীপুরে জনসভা করবেন মমতা। 'বাংলাকে গুজরাত হতে দেব না'— এই স্লোগানকে হাতিয়ার করে ওই জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামতে চলেছেন বলেও তৃণমূল সূত্রে খবর। মমতার পরবর্তী জনসভা বনগাঁয়। ৯ ডিসেম্বর। ২০১৯ লোকসভা ভোটে মতুয়াদের যে ভোট বিজেপির দিকে গিয়েছে, তা পুনরুদ্ধার করতে তৃণমূলনেত্রীর ওই জনসভা বলে রাজনৈতিক মহলের ধারণা।
আরও পড়ুন: বঙ্গভোটের ‘মন কি বাত’! মোদীর মুখে অরবিন্দ থেকে মনোমোহন বসু