রাজ্য সরকার এ বছর দুর্গাপুজোর অনুদান ২৫ হাজার টাকা বাড়িয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা ঘোষণা করেন। সেই রাতেই বৈঠক করে পুজোয় সরকারি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিলেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিদ্রোহী ক্লাবের সদস্যেরা। অন্য দিকে, আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে নদিয়ার রানাঘাটের চারের পল্লি এবং কল্যাণী রথতলার ‘ইচ্ছে তাই’ মহিলা দুর্গাপুজো কমিটি গত বার অনুদান নেয়নি। এ বারও তারা অনুদান নেবে না বলে জানিয়েছে।
রায়গঞ্জের ক্লাবটির সভাপতি রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। ওই ক্লাব প্রথম থেকে পুজোয় সরকারি অনুদান নিচ্ছে না। মোহিত শুক্রবার বলেন, “রাজ্যে কর্মসংস্থান নেই। রাজ্য সরকার সরকারি কর্মীদের বকেয়া ডিএ দিতে পারছে না। রায়গঞ্জ পুরসভার অস্থায়ী ও অবসরপ্রাপ্ত কর্মীরা নিয়মিত বেতন ও পেনশন পাচ্ছেন না। রাজ্যে নারীদের সুরক্ষায় রাজ্য সরকারের বাজেটে পর্যাপ্ত টাকা বরাদ্দ নেই।” তাঁর দাবি, এই পরিস্থিতিতে জনগণের করের টাকায় অনুদান নিয়ে দুর্গাপুজো করার বিরোধী তাঁদের ক্লাব। তাঁর মন্তব্য, “২০২৬ সালের বিধানসভা ভোট মাথায় রেখে এ সব হচ্ছে।”
রাজ্যের মন্ত্রী ও গোয়ালপোখরের তৃণমূল বিধায়ক গোলাম রব্বানি পাল্টা বলছেন, “মুখ্যমন্ত্রী পুজো-উদ্যোক্তাদের সহযোগিতা করতে অনুদান দিচ্ছেন। মোহিতবাবুরা ওই অনুদান প্রত্যাখ্যান করে সঙ্কীর্ণ রাজনীতি করছেন।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)