Advertisement
০৬ মে ২০২৪
State News

মারুতিকে গুঁড়িয়ে দিল লরি, আরামবাগে পথ-দুর্ঘটনার বলি ৫

মারাত্মক পথ-দুর্ঘটনার বলি হয়ে মৃত্যু হল সকলেরই। বৃহস্পতিবার পৌনে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে আরামবাগের মায়াপুর সংলগ্ন এলাকায়।

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া সেই মারুতি ভ্যান।

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া সেই মারুতি ভ্যান।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৭ ১৩:২৭
Share: Save:

অসুস্থ এক যুবককে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছিলেন চার জন। মারাত্মক পথ-দুর্ঘটনার বলি হয়ে মৃত্যু হল সকলেরই। বৃহস্পতিবার পৌনে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে আরামবাগের মায়াপুর সংলগ্ন এলাকায়।

এ দিন সকালে আরামবাগের পূর্ব কেশবপুর গ্রাম থেকে অসুস্থ শেখ ডাকুকে(২৮) নিয়ে আরামবাগ হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছিলেন ডাকুর চার প্রতিবেশী। একটি মারুতি ভ্যানে করে আরামবাগ-তারকেশ্বর রোড ধরে শহরের দিকে আসছিলেন তাঁরা। গাড়িতে ডাকু ছাড়াও ছিলেন শাহ শাকের আলি(৩০), শেখ রহিমুদ্দিন(২৭), তাজ মহম্মদ(৬০) ও মিদ্দা গোলাম মোর্তজা(৪৫)। গাড়ি চালাচ্ছিলেন শাকের আলি।

আরও পড়ুন: মধ্যরাতে ফের বিস্ফোরণে কাঁপল পাহাড়, এ বার সুখিয়াপোখরি

তখনও চলছে উদ্ধারকাজ।

এই সময় উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসছিল বালি বোঝাই একটি লরি। মায়াপুরের কল্যানকেন্দ্রের কাছাকাছি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে প্রবল গতিতে ধাক্কা মারে লরিটি। প্রচণ্ড ধাক্কায় পিছনে থাকা অন্য একটি লরিতে গিয়ে ধাক্কা মারে ভ্যানটি। দু’টি লরির মাঝখানে পিষে গিয়ে সম্পূর্ণ ভাবে দুমড়ে যায় সেটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভ্যানে থাকা ওই পাঁচ জনের।

আরও পড়ুন: বেশি নম্বর পাওয়ায় সহপাঠীকে বিষ খাওয়ালো স্কুল ছাত্রী

প্রাথমিক তদন্তের পর আরামবাগ পুলিশ জানিয়েছে, তীব্র গতির জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। ঘাতক লরিটি আটক করা হয়েছে। তবে লরির চালক ও খালাসি পলাতক। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নিজস্ব চিত্র

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE