হিমাচলের রামজাক শৃঙ্গে (৬৩১৮ মিটার) ৬৪ বছর বয়সে সফল আরোহণ করলেন পর্বতারোহী ও এভারেস্টজয়ী বসন্ত সিংহরায়। ১১ জুলাই ভোর ৪টে ৪৫ মিনিটে শৃঙ্গের শীর্ষে পৌঁছন তিনি। তাঁর সঙ্গে ছিলেন আরও পাঁচ জন— অসীমকুমার মণ্ডল, প্রশান্ত সিংহ, সুব্রত ঘোষ, যদু দেবনাথ এবং রুম্পা দাস।
লাহুল জেলায় অতি কঠিন এই শৃঙ্গে ২০০২ সালে প্রথম আরোহণ করেছিল ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফেডারেশনের একটি দল। তবে তার পরে অনেকেই বিফল হয়েছেন। কৃষ্ণনগরের একটি পর্বতারোহণ ক্লাব থেকে ১২ জনের দল নিয়ে ৩০ জুন রওনা দিয়েছিলেন তিনি। মানালি থেকে বেস ক্যাম্প হয়ে তাঁরা সামিট ক্যাম্পে পৌঁছন ৯ জুলাই। ১০ জুলাই পাঁচ সঙ্গীকে নিয়ে ধারালো গিরিশিরা দিয়ে সামিটের দিকে যাত্রা শুরু হয় দলনেতা, ষাটোর্ধ্ব বসন্তের। প্রথম ভারতীয় মহিলা হিসাবে রুম্পা এই শৃঙ্গের শীর্ষে পৌঁছেছেন বলে দাবি। অভিযান শেষে রবিবার মানালি নেমে এসেছেন তাঁরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)