Advertisement
১৬ এপ্রিল ২০২৪

কলেজ নয়া বেতনহার এখন নয়, ইঙ্গিত পার্থের

সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন বেতন-কাঠামো রাজ্যের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে এখনই চালু হচ্ছে না বলেই ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 

পার্থ চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।

পার্থ চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৪০
Share: Save:

দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা। তবে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন বেতন-কাঠামো রাজ্যের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে এখনই চালু হচ্ছে না বলেই ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

রবিবার সল্টলেকের বিদ্যুৎ ভবনে ‘অল বেঙ্গল স্টেট গভর্নমেন্ট কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন’-এর ৩৫তম বার্ষিক সম্মেলনে পার্থবাবু বলেন, ‘‘এ ক্ষেত্রে বকেয়া মেটাতে আড়াই হাজার কোটি টাকা লাগবে। এই টাকা ঋণ নিতে হবে বাজার থেকে। আমরা এমন কিছু ঘোষণা করব না, যেটা এখনই সম্ভব নয়। পাঁচ বছর পরে যেটা করব, সেটা এখন ঘোষণা করব না।’’

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি ইতিমধ্যে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে সব রাজ্যে কলেজ-শিক্ষকদের নতুন বেতন-কাঠামো চালু করতে বলেছে। কয়েকটি রাজ্য তা দিতে শুরু করলেও এই রাজ্য এখনও তা দেয়নি।

বিভিন্ন সরকারি কলেজের প্রায় ১৪০০ শিক্ষক-শিক্ষিকা নিয়ে গঠিত এই সংগঠন বেশ কিছু দাবি পূরণের জন্য এ দিন শিক্ষামন্ত্রীর কাছে আর্জি জানায়। মূল দাবি ছিল, দ্রুত নতুন বেতন-কাঠামো চালু করতে হবে। শিক্ষামন্ত্রী তাঁদের জানান, শুধু দাবিদাওয়া নিয়ে আন্দোলন করলেই হবে না। শিক্ষকদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে। পঠনপাঠনের মান কী ভাবে আরও উন্নত করা যায়, সে-দিকে মনোনিবেশ করতে হবে। সরকার তাঁদের জন্য হৃদয় দিয়ে ভাবছে বলেও মন্তব্য করেন পার্থবাবু। তিনি বলেন, ‘‘সরকারি ও সরকার পোষিত কলেজে তিন হাজার শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE