Advertisement
২০ এপ্রিল ২০২৪

মন্ত্রীর চেষ্টায় কলেজে ভর্তি হলেন ৮ পড়ুয়া

কলেজে ছাত্র ভর্তি করানোর জন্য খোদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে হস্তক্ষেপ করতে হল। মেধা-তালিকায় নাম থাকা সত্ত্বেও ভর্তির সুযোগ পাননি, এমন আট জন পড়ুয়াকে তিনি কলেজে ভর্তির ব্যবস্থা করে দিয়েছেন বলে শিক্ষামন্ত্রী নিজেই সোমবার জানান।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৪ ০৩:৩৮
Share: Save:

কলেজে ছাত্র ভর্তি করানোর জন্য খোদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে হস্তক্ষেপ করতে হল। মেধা-তালিকায় নাম থাকা সত্ত্বেও ভর্তির সুযোগ পাননি, এমন আট জন পড়ুয়াকে তিনি কলেজে ভর্তির ব্যবস্থা করে দিয়েছেন বলে শিক্ষামন্ত্রী নিজেই সোমবার জানান।

প্রশ্ন উঠেছে, মেধা-তালিকায় নাম থাকা ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি হওয়ার জন্য শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন হল কেন? স্নাতকে ভর্তির ক্ষেত্রে অনিয়ম হচ্ছে বলে যে-অভিযোগ উঠেছে, তাঁর এই হস্তক্ষেপে কি সেটাই ঠিক বলে প্রমাণিত হচ্ছে না? পার্থবাবু সরাসরি এই প্রশ্নের উত্তর দেননি। তাঁর দাবি, ওই পড়ুয়ারা ভর্তির দিন কলেজেই যাননি। তাই দিন পেরিয়ে যাওয়ায় তাঁকে হস্তক্ষেপ করতে হয়েছে।

শিক্ষা ক্ষেত্রে নানা সমস্যার কথা জানাতে ছাত্র-শিক্ষক-অভিভাবক-শিক্ষাকর্মীদের জন্য হেল্পলাইন চালু করেছেন পার্থবাবু। এ দিন তিনি জানান, মুর্শিদাবাদ, হাওড়া-সহ বেশ কয়েকটি জায়গা থেকে কয়েক জন ছাত্রছাত্রী তালিকায় নাম থাকা সত্ত্বেও কলেজে ভর্তি হতে পারছেন না বলে অভিযোগ জানান ওই হেল্পলাইনে। সাধারণ ডিগ্রি কলেজের পাশাপাশি পলিটেকনিক কলেজের এক পড়ুয়াও এই অভিযোগ জানান। শিক্ষামন্ত্রী বলেন, “অভিযোগ পেয়ে ওই সব কলেজের অধ্যক্ষদের ফোন করে ওঁদের ভর্তির ব্যবস্থা করেছি।”

মেধা-তালিকায় নাম থাকা সত্ত্বেও ওই আট জন পড়ুয়া কলেজে ভর্তি হতে পারলেন না কেন? শিক্ষামন্ত্রী জানান, তিনি সংশ্লিষ্ট কলেজগুলির অধ্যক্ষদের কাছে বিষয়টি জানতে চেয়েছিলেন। অধ্যক্ষেরা তাঁকে জানান, ভর্তির দিন ওই প্রার্থীরা কলেজেই আসেননি। কিন্তু কেন ওই পড়ুয়ারা ভর্তির দিন কলেজে যাননি, তার সদুত্তর নেই মন্ত্রীর কাছে। নিজেদের পছন্দের ছাত্রছাত্রীদের ভর্তি করতে ছাত্র সংসদগুলির দৌরাত্ম্যের খবর মাঝেমধ্যেই শিরোনাম হচ্ছে। এই পড়ুয়াদের ক্ষেত্রেও তেমন কোনও সমস্যা হয়েছে কি না, সেই ব্যাপারে শিক্ষামন্ত্রী কিছু বলেননি। মেধা-তালিকায় নাম থাকা সত্ত্বেও ছাত্রছাত্রীরা কলেজে যাবেন না কেন, সেই প্রশ্ন তুলছেন অনেকেই। তাঁদের ধারণা, ছাত্র ভর্তির ক্ষেত্রে অনিয়মের যে-সব অভিযোগ উঠছে, ওই আট জনের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে।

পার্থবাবু জানান, কলেজে ভর্তির সব তথ্য যাতে শিক্ষা দফতরের কাছে সরাসরি পৌঁছয়, সেই জন্য লোকাল এরিয়া নেটওয়ার্ক (ল্যান)-এর মাধ্যমে অনলাইন ভর্তি প্রক্রিয়া চালু করবে শিক্ষা দফতর। সামনের বছর থেকে কোথায় রোজ কত ছাত্রছাত্রী ভর্তি হচ্ছেন, তার তথ্য ল্যানের মাধ্যমে শিক্ষা দফতরের কাছে পৌঁছে যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE