পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিল একরত্তি! তাই তাকে মেরেই ফেললেন মা। সঙ্গ দিলেন প্রেমিক। বৃহস্পতিবার সকালে নদিয়ার পলাশিপাড়ায় বছর দুয়েকের শিশুটির দেহ উদ্ধার হওয়ার পর এমন অভিযোগ উঠতেই মা-প্রেমিককে আটক করেছে পুলিশ। শিশুটির দেহও ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
শিশুটির দেহে একাধিক আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হয়েছিল গ্রামবাসীদের। স্থানীয় সূত্রে খবর, তাঁরা শিশুটির মা মিনা খাতুনকে জিজ্ঞাসা করেন। তাতে তিনি অসংলগ্ন জবাব দিতে থাকেন। এতেই গ্রামবাসীদের সন্দেহ আরও বাড়ে। গ্রামবাসীদের বক্তব্য, বুধবার রাত ১০টা পর্যন্ত শিশুটিকে তাঁরা সুস্থ দেখেছিলেন। তার পর যে অবস্থায় শিশুটির দেহ উদ্ধার হয়েছে, তাতে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলেই মনে করছেন তাঁরা।
পুলিশ সূত্রে খবর, মিনার সঙ্গে বছর পাঁচেক আগে উত্তর ২৪ পরগনার উস্তি এলাকার এক যুবকের সম্বন্ধ করে বিয়ে হয়েছিল। কাজের সূত্রে ওই যুবক কলকাতায় থাকেন। স্থানীয়দের অভিযোগ, সেই সুযোগেই মিনার সঙ্গে রাহুল শেখ নামে এক যুবকের সম্পর্ক গড়ে ওঠে। জানাজানি হওয়ায় তাঁরা গ্রাম থেকে পালানোর সিদ্ধান্ত নেন। তাতেই বাধা হয়ে দাঁড়িয়েছিল একরত্তি। তাই দু’জনে মিলে তাকে মেরে ফেলেছেন বলে দাবি স্থানীয়দের।
তেহট্টের এসডিপিও শুভতোষ সরকার বলেন, ‘‘দু’বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে ওর মা আর মায়ের প্রেমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’