বড়বাজারের মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের পরেই আবার আগুন লাগার ঘটনা ঘটল। এ বার বিধাননগর কমিশনারেট এলাকার চিনার পার্কের একটি রেস্তরাঁয়। রেস্তরাঁটি বিধাননগর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ রেস্তরাঁ থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয় লোকজন পুলিশ ও দমকলে খবর দেন। দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রেস্তরাঁর পাশেই আবাসিক এলাকা থাকায় এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, এ দিন আগুন লাগার খবর পেয়ে দমকল আসার আগে রেস্তরাঁকর্মী ও পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পাইপ দিয়ে আগুনে জল দেওয়ার কাজ শুরু করে। পরে দমকলের দু’টি ইঞ্জিন আসে। ওই রেস্তরাঁর আশপাশে রয়েছে একাধিক আবাসন। রাস্তার উপরে তৈরি ওই রেস্তরাঁ থেকে প্রথমে গলগল করে ধোঁয়া ও পরে আগুন বেরোতে দেখে ভয় পেয়ে যান স্থানীয় মানুষ। রেস্তরাঁ লাগোয়া একটি আবাসনের ফ্ল্যাটে আগুনের হলকা পৌঁছে যায় বলে খবর। যদিও রেস্তরাঁর তরফে ঘটনা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। আগুন যখন লাগে, তখন রেস্তরাঁয় গ্যাস সিলিন্ডারও রাখা ছিল বলে পুলিশ সূত্রের খবর।
বাসিন্দারা জানান, চিনার পার্ক এলাকায় যত্রতত্র রেস্তরাঁ ও খাবারের দোকান তৈরি হয়েছে। ওই তল্লাটে আগেও আগুন লেগেছিল। ফলে, এ দিন বড় অগ্নিকাণ্ডের আশঙ্কা ছিল বলে দাবি স্থানীয়দের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)