খাস কলকাতায় ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর চড়াও হলেন ফুটপাতবাসী! শনিবার সন্ধ্যায় কলকাতার স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডে ঘটনাটি ঘটেছে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন নর্থ পোর্ট থানার এএসআই পার্থ চন্দ এবং কনস্টেবল সুখেন্দু মাঝি। দু’জনকেই চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ স্ট্র্যান্ড রোডের কাছে এক যুবক ধারালো অস্ত্র নিয়ে দুই পুলিশকর্মীর উপর চড়াও হন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম সুলতান। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, সেই সময় মত্ত অবস্থায় ছিলেন তিনি। স্থানীয়েরাও জানাচ্ছেন, সুলতানের নিয়মিত মদ্যপানের নেশা রয়েছে। ঘটনার কিছু ক্ষণ আগেও এক কনস্টেবল তাঁকে হাতে একটি লোহার রড নিয়ে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখেছিলেন। কোনও অঘটন ঘটতে পারে ভেবে কনস্টেবল সুলতানের হাত থেকে রডটি কেড়ে নেন। তার কিছু ক্ষণ পর এএসআই পার্থ চন্দ এবং কনস্টেবল সুখেন্দু মাঝি ডিউটি শেষে থানা থেকে বেরোন। তাঁরা পূর্বের ঘটনা সম্পর্কে কিছুই জানতেন না। তখনই আচমকা তাঁদের উপর ধারালো ছুরি নিয়ে চড়াও হন সুলতান!
আরও পড়ুন:
জানা গিয়েছে, ঘটনায় ওই দুই পুলিশকর্মী গুরুতর জখম হয়েছেন। ছুরির আঘাতে এএসআই পার্থের মুখ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। অন্য জনও আহত হয়েছেন। দু’জনেই কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। অন্য দিকে, ঘটনায় সুলতানও সামান্য চোট পেয়েছেন। তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।