Advertisement
০২ মে ২০২৪

ডজনখানেক গাড়ি চুরির দায়ে ধৃত যুবক

বিমানবন্দর বা স্টেশনে কেন্দ্রীয় বাহিনীর বড়কর্তা পৌঁছবেন। সরকারি গাড়ি হঠাৎ বিগড়েছে। তাই ভাড়ার গাড়ি চাই। এমনই কথা বলে বিভিন্ন জেলার পর্যটন সংস্থার দফতরে হাজির হত বছর আঠাশের যুবক। সিআইএসএফ বাহিনীর এসআই-এর পোশাক দেখে তাকে গাড়ি দিয়েছিলেন অনেকেই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ মে ২০১৫ ০৩:২৯
Share: Save:

বিমানবন্দর বা স্টেশনে কেন্দ্রীয় বাহিনীর বড়কর্তা পৌঁছবেন। সরকারি গাড়ি হঠাৎ বিগড়েছে। তাই ভাড়ার গাড়ি চাই। এমনই কথা বলে বিভিন্ন জেলার পর্যটন সংস্থার দফতরে হাজির হত বছর আঠাশের যুবক। সিআইএসএফ বাহিনীর এসআই-এর পোশাক দেখে তাকে গাড়ি দিয়েছিলেন অনেকেই।

মাঝরাস্তায় চালককে বোকা বানিয়ে গাড়ি নিয়ে উধাও হয়ে যেত ওই যুবক। কলকাতাতেও কয়েক বার এই কাণ্ড ঘটায়। একই কাজ করে মেদিনীপুর, বর্ধমানে। পুলিশের হিসেবে, ডজনখানেক গাড়ি এ ভাবেই চুরি করে ওই যুবক। রবিবার কলকাতার চিত্তরঞ্জন অ্যাভিনিউ থেকে গাড়ি চুরি চক্রের ওই পাণ্ডাকে গ্রেফতার করলেন লালবাজারের মোটরযান বিভাগের গোয়েন্দারা।

কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার(অপরাধ দমন) পল্লবকান্তি ঘোষ জানান, ধৃতের নাম জয়দীপ শর্মা ওরফে অর্জুন। পুলিশ সূত্রের খবর, গাড়ি চুরির অভিযোগে বছর তিনেক আগেও ধরা পড়েছিল সে। জামিনে ছাড়া পাওয়ার পরে একই কাজে ধরা পড়ে, কিন্তু লক-আপ থেকে পালায়।

পুলিশ জানায়, দুর্গাপুরের একটি এটিএমের সিসিটিভি ফুটেজে কেন্দ্রীয় বাহিনীর পোশাকে অর্জুনকে দেখেন লালবাজারের তদন্তকারীরা। তাতেই ধরা পড়ে সে। ধৃতের কাছ থেকে তিনটি স্করপিও, একটি সুমো, একটি জাইলো গাড়ি মিলেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

car durgapur thief robber police kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE