Advertisement
১৮ মে ২০২৪
Financial Inclusion

আর্থিক সংযুক্তি নিয়ে চালু হবে নয়া রূপরেখা

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, দীর্ঘ অতিমারি কোভিড গোটা বিশ্বের অর্থনীতিকেই ধাক্কা দিয়েছে। তবে সেই পরিস্থিতির মোকাবিলায় ডিজিটাল মাধ্যমের অর্থ ব্যবস্থা ক্রমশ জনপ্রিয় হচ্ছে।

এ বছর জি২০ সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত।

এ বছর জি২০ সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৩ ০৬:৫৩
Share: Save:

কয়েক বছর ধরে চলা আর্থিক সংযুক্তিকরণের রূপরেখার মেয়াদ শেষ হতে চলেছে। তাই আর্থিক সংযুক্তিকরণের নতুন রূপরেখা তৈরির উপরে জোর দিচ্ছে সংশ্লিষ্ট বিষয়ের রাষ্ট্রগোষ্ঠী। সোমবার কলকাতা পর্বের যে-বৈঠক শুরু হয়েছিল, বুধবার তা শেষ হওয়ার পরে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের উপদেষ্টা চঞ্চল সরকার জানান, আর্থিক সংযুক্তিকরণের নতুন রূপরেখা তৈরি হবে। সেই বিষয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে।

চালু আর্থিক সংযুক্তিকরণের রূপরেখায় অর্থ ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তি-যোগ, ক্ষুদ্র-মাঝারি উদ্যোগকে চাঙ্গা করা, মহিলা ও আর্থিক ভাবে পিছিয়ে থাকা মানুষদের যুক্ত করা এবং ক্রেতা-সুরক্ষায় জোর দেওয়া হয়েছে। চলতি বছরেই আগের রূপরেখার মেয়াদ শেষ হবে। তাই ২০২৪-২০২৬ সালের জন্য তৈরি হবে নতুন রূপরেখা। তাতে সময়োপযোগী অন্যান্য বিষয়ের সঙ্গে এগুলিকেও রাখার ব্যাপারে আলোচনা চলছে।

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, দীর্ঘ অতিমারি কোভিড গোটা বিশ্বের অর্থনীতিকেই ধাক্কা দিয়েছে। তবে সেই পরিস্থিতির মোকাবিলায় ডিজিটাল মাধ্যমের অর্থ ব্যবস্থা ক্রমশ জনপ্রিয় হচ্ছে। এর সঙ্গেই সমাজের সব অংশের মানুষকে যুক্ত করার লক্ষ্য রাখা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রে ৫০ শতাংশের বেশি কর্মসংস্থানের সম্ভাবনা আছে। তাই সেই ক্ষেত্রটি বাড়তি গুরুত্ব পাচ্ছে। এ বছর জি২০ সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত। যে-সব দেশ উন্নয়নশীল নয়, ধনী দেশগুলির সামনে তাদেরও নানা সমস্যা তুলে ধরতে চাইছে কেন্দ্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Financial Inclusion G20 Summit 2023
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE