দাবি, লটারিতে দু’বার কোটি টাকা করে জিতেছেন তিনি। কিন্তু পুরস্কারের টাকা না মেলায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন এক ব্যক্তি। অভিযোগ, তাঁর প্রাপ্য টাকা দিচ্ছে না নাগাল্যান্ডে অবস্থিত লটারি সংস্থা। সে রাজ্যের সরকারও কিছু করছে না। মঙ্গলবার এই মামলা শোনেন হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ। তবে সুরাহা হয়নি। বিচারপতি সিংহ জানান, এই মামলা শোনার এক্তিয়ার নেই কলকাতা হাই কোর্টের। ওই লটারি সংস্থা নাগাল্যান্ডের, তাই গৌহাটি হাই কোর্টের নাগাল্যান্ড বেঞ্চে এই মামলা করতে হবে।
বাঁকুড়ার বাসিন্দা ওই ব্যক্তির দাবি, তিনি ২০২৩ সালের মার্চ মাসে নাগাল্যান্ডে অবস্থিত একটি সংস্থার লটারির টিকিট কাটেন। ১৮ মার্চ এক বার তিনি এক কোটি টাকা জেতেন। ২৫ মার্চ ফের এক কোটি টাকা জেতেন। তাঁর আইনজীবীর অভিযোগ, কলকাতায় ওই লটারি সংস্থার অফিসে গেলেও টাকা মেলেনি।কলকাতা হাই কোর্ট যেন টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়, সেই আর্জি জানান তিনি।
যদিও ওই ব্যক্তির বিরুদ্ধেই পাল্টা অভিযোগ জানিয়েছেন নাগাল্যান্ড সরকারের কৌঁসুলি। তিনি কোর্টে দাবি করেন, মামলাকারীর বিরুদ্ধে ভুয়ো লটারি টিকিট সংক্রান্ত ফৌজদারি মামলা রয়েছে নাগাল্যান্ডে। তদন্তে উঠে এসেছে, ৬৫ লক্ষ টাকা দিয়ে অন্য এক ব্যক্তির কাছ থেকে লটারির টিকিটগুলি কিনেছিলেন মামলাকারী। কলকাতা হাই কোর্টের এই মামলা শোনার এক্তিয়ার নেই বলেও দাবি করেন নাগাল্যান্ডের কৌঁসুলি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)