নিয়োগ ‘দুর্নীতি’-কাণ্ডে সুপ্রিম কোর্টের রায়ে যে যোগ্য শিক্ষক-শিক্ষিকারা চাকরি হারিয়েছেন, তাঁদের দ্রুত শ্রেণিকক্ষে ফেরানোর দাবি তুলে সরব হলেন নাগরিক সমাজের একাংশ। আন্দোলনকারী শিক্ষকদের পাশে দাঁড়িয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে ওই দাবিতে চিঠি লিখেছেন। তার প্রতিলিপি পাঠানো হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং মুখ্যসচিব মনোজ পন্থের কাছেও। চিঠিতে সই রয়েছে কৌশিক সেন, চন্দন সেন, অভিজিৎ মজুমদার, বিনায়ক সেন, পার্থ ঘোষ, পরঞ্জয় গুহ ঠাকুরতা, তরুণকান্তি নস্কর, নন্দিনী মুখোপাধ্যায় প্রমুখের। সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর দাবিও জানিয়েছেন তাঁরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)