ব্যক্তিগত নিরাপত্তারক্ষী আগেই প্রত্যাখ্যান করেছেন। এ বার সরকারি গাড়িও প্রত্যাখ্যান করতে চলেছেন ‘অপমানিত’ বিরোধী দলনেতা আব্দুল মান্নান। তাঁর অভিযোগ, প্রশাসনকে আগেভাগে জানানো সত্ত্বেও রবিবার ব্যারাকপুরে গিয়ে তিনি সরকারি গাড়ি পাননি। তাই আজ, সোমবার থেকে তিনি আর সরকারি গাড়ি নেবেন না। মান্নানের ক্ষোভ, ‘‘ওরা মর্জিমাফিক গাড়ি দেবে, কখনও ভাঙা গাড়ি পাঠাবে, এটা মেনে নেওয়া যায় না। বিরোধী দলের প্রতি এই সরকারের ন্যূনতম সৌজন্যবোধও নেই।’’
উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভার নবাবগঞ্জে এ দিন একটি রক্তদান শিবিরে যোগ দেওয়ার কথা ছিল মান্নানের। সাধারণত শনি-রবিবার নিজের এলাকায় থাকেন বলে তিনি সরকারি গাড়ি নেন না। তাই এ দিন শেওড়াফুলি থেকে ভুটভুটিতে গঙ্গা পেরিয়ে ব্যারাকপুরে যান তিনি। সেখানে গাড়ি রাখার জন্য আগেই প্রশাসনকে বলা হয়েছিল।
কিন্তু ব্যারাকপুরে পৌঁছে মান্নান দেখেন, পুলিশের পাইলট কার এলেও গাড়ি আসেনি। তাঁর ব্যক্তিগত সচিব চেষ্টা করেও জেলাশাসকের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেননি। মান্নান বলেন, ‘‘বাধ্য হয়ে ঘণ্টাখানেক পরে মুখ্যসচিবকে ফোন করি। তিনি আধ ঘণ্টা পরে এসএমএস করে জানান, গাড়ি পাঠানো হচ্ছে। তত ক্ষণে অবশ্য শেওড়াফুলিতে ফিরে আসি। তারও অনেকটা সময় পরে ব্যারাকপুরের এসডিও ফোন করে বলেন, গাড়ি পাঠানো হচ্ছে।’’ জেলা প্রশাসনের এক শীর্ষ কতার দাবি, ‘‘ঘটনাটা ঠিক মতো যোগাযোগের অভাবে হয়ে থাকতে পারে। তবে কোনও ভাবেই ইচ্ছাকৃত নয়।’’ মান্নানের অবশ্য অভিযোগ, এর আগেও মুর্শিদাবাদে গিয়ে সরকারি গাড়ি না পেয়ে তাঁকে অন্যের গাড়িতে চেপে গন্তব্যস্থলে যেতে হয়েছে। গাড়ি না পেয়ে স্পিকারের সঙ্গে কথা বলতে হয়েছে।