Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Abhishek Banerjee

Abhishek Banerjee: হাতে এগারো মাস, মেঘালয়ে ঘুঁটি সাজাতে মে-তেই শিলং যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

গত বছর মুকুল সাংমা ১২ জন বিধায়ক নিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। প্রধান বিরোধী দলের তকমা পায় তৃণমূল। বিরোধী দলনেতা হন মুকুল।

ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২২ ১৫:৩২
Share: Save:

আগামী ৩ মে মেঘালয় যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক করবেন মেঘালয়ের বিরোধী দলনেতা তথা তৃণমূল নেতা মুকুল সাংমার সঙ্গে। আগামী বছর মার্চে মেঘালয়ে বিধানসভা ভোট। সেখানে ৬০টি বিধানসভা আসনেই প্রার্থী দিতে চায় তৃণমূল। তাই আগেভাগে কাজ শুরু করে দিতে চাইছেন অভিষেক।

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পরই অভিষেক ঘোষণা করেছিলেন, ২০২১-এর নীলবাড়ির লড়াইয়ে বিপুল জয়ের পর তৃণমূল দেশের অন্যান্য রাজ্যে সংগঠন বিস্তারে এগবে। সেই মতো, ত্রিপুরার পুরসভা ও গোয়ার বিধানসভা ভোটে লড়াই করে তারা। তৃণমূলের দাবি, দুই জায়গার ফল প্রত্যাশা ধরে রাখার মতো। এ বার লক্ষ্য উত্তর-পূর্বের আর এক রাজ্য, মেঘালয়।
ঘটনাচক্রে, এখন মেঘালয়ে প্রধান বিরোধী দল তৃণমূল। গত বছর মুকুল সাংমা ১২ জন বিধায়ক নিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। ফলে সেই রাজ্যে প্রধান বিরোধী দলের তকমা পায় তৃণমূল। বিরোধী দলনেতা হন মুকুল।

সূত্রের খবর, এ বারের সফরে মুকুলের সঙ্গে বৈঠক করে সব ঠিক করতে চান অভিষেক। আগামী বছর মেঘালয়ে ভোট। সেখানে রাজ্যের ৬০টি আসনেই প্রার্থী দিতে চায় তৃণমূল। এই প্রেক্ষিতে অভিষেকের আসন্ন সফরকে ভোটের ১১ মাস আগে থেকে উদ্যোগ শুরু করে দেওয়ার বার্তা হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। তৃণমূলের একটি সূত্রের দাবি, এ বার মেঘালয়ে সরকার তৈরি করতে চেষ্টায় কোনও ত্রুটি রাখতে চায় না বাংলার শাসক দল। তাই হাতে সময় নিয়ে মেঘালয় যাচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Abhishek Banerjee TMC meghalaya Mukul Sangma
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE