Advertisement
১৫ মে ২০২৪
Coal Smuggling Scam

অভিষেক-মিশ্র কথার দাবি, পাল্টা চ্যালেঞ্জ

লোকসভায় বিরোধী দলের নেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দাবি, অভিষেকের সঙ্গে আমেরিকায় কয়লা-কাণ্ডে অভিযুক্ত ‘মিশ্র’ নামে এক জনের কথা হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিনয় মিশ্র।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিনয় মিশ্র। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২২ ০৭:৪৩
Share: Save:

চোখের চিকিৎসা করানোর জন্য আমেরিকায় থাকার সময়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কয়লা-কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের কথা হয়েছে বলে কার্যত একই সঙ্গে সরব হল কংগ্রেস ও বিজেপি। লোকসভায় বিরোধী দলের নেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দাবি, অভিষেকের সঙ্গে আমেরিকায় কয়লা-কাণ্ডে অভিযুক্ত ‘মিশ্র’ নামে এক জনের কথা হয়েছে। তাঁর ইঙ্গিত বিনয় মিশ্রের দিকেই। একই ইঙ্গিত রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক ও সাংসদ লকেট চট্টোপাধ্যায়েরও। তৃণমূল অবশ্য দাবি উড়িয়ে পাল্টা প্রমাণ দাবি করেছে।

অভিষেকের বিদেশে চিকিৎসা নিয়ে আগেও বিতর্ক উস্কে দিয়েছিলেন অধীর। এ বার তাঁর দাবি আরও সরাসরি। কয়লা কেলেঙ্কারিতে অভিযুক্ত বিনয় দীর্ঘ দিন একটি দ্বীপরাষ্ট্রে ‘আশ্রয়’ নিয়েছেন, দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। কয়লা পাচার সংক্রান্ত প্রশ্নে শুক্রবার বহরমপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘‘শুভ কামনা করি, ভাইপোর চোখের সব সমস্যা মিটে যাক। কিন্তু ভাইপো এটা বলছেন না কেন যে, আমেরিকায় চোখের অস্ত্রোপচারের পাশাপাশি কয়লা চোরের নায়ক মিস্টার মিশ্রের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে!” তিনি এ কথা বলছেন কীসের ভিত্তিতে? অধীরের জবাব, ‘‘নানা সূত্রেই খবর আসে। যা খবর পেয়েছি, তার ভিত্তিতেই বলছি।’’

রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ পাল্টা বলেছেন, ‘‘প্রমাণ থাকলে দিন। ইচ্ছাকৃত ভাবে এক জন চিকিৎসাপ্রার্থী সম্পর্কে কুৎসা করছেন!’’ তাঁর হুঁশিয়ারি, ‘‘এর পরে তো আমরা সনিয়া গান্ধীর বিদেশ-যাত্রা, রাহুল গান্ধীর রহস্যজনক বিদেশ-যাত্রা নিয়ে প্রশ্ন তুলতেবাধ্য হব!’’

বর্ধমানে এ দিন বিজেপির সাংসদ লকেটও অভিষেক-বিনয় প্রসঙ্গে মন্তব্য করেছেন, ‘‘কয়লা, গরু পাচারে পুরোপুরি ভাবে কালীঘাট জড়িত আছে। বাংলায় দেখা করলে মানুষের নজরে এসে যাবে, তাই বিদেশে দেখা করে নিজেদের সমঝোতা (সেটলমেন্ট) করছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coal Smuggling Scam Abhishek Banerjee Binay Mishra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE