Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Abhishek Banerjee

ইডি, সিবিআই তো ভগবান নয় যে তারা কাউকে ধরলেই ব্যবস্থা নিতে হবে: অভিষেক

নিয়োগ দুর্নীতির মামলায় ইডির হাতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করেছে তৃণমূল। কিন্তু সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনও দলীয় ব্যবস্থা নেওয়া হয়নি।

Abhishek Banerjee.

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ০৭:৫৪
Share: Save:

ইডি, সিবিআই কাউকে ধরলেই যে দল ব্যবস্থা নেবে না, তা স্পষ্ট করে দিল তৃণমূল কংগ্রেস। শুক্রবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ইডি, সিবিআই তো আর ভগবান নয়। তাই তারা কাউকে ধরলেই ব্যবস্থা নিতে হবে, তা নয়।’’

নিয়োগ দুর্নীতির মামলায় ইডির হাতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করেছে তৃণমূল। কিন্তু সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনও দলীয় ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি নিজের পদেই আছেন। এই প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে অভিষেক এ দিন বলেন, ‘‘হ্যাঁ। যেখানে দল মনে করেছে, ব্যবস্থা নিয়েছে। তাঁর কথা, ‘‘আমাকেও তো ইডি কয়েকবার ডেকেছে।’’ অনুব্রতের ক্ষেত্রেও যথাসময়ে সিদ্ধান্ত হবে।’’ সেই সঙ্গেই তাঁর মন্তব্য, ‘‘যে বিজেপি এই প্রশ্ন তুলছে, তারা হিমন্ত বিশ্বশর্মা, শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? অমিত শাহ তো জেলে ছিলেন। তাঁকেও তো তা হলে সরানো উচিত ছিল প্রধানমন্ত্রীর।’’

রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘ভগবান কি অসুর সেই বিতর্কে গিয়ে লাভ নেই। যে দলকে মানুষ বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সেই দল কাকে বহিষ্কার করল বা করল না তাতে আর কিছু যায় আসে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Abhishek Banerjee TMC ED CBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE