E-Paper

এসআইআর-এ ‘বোনাসে’র দাবি শুভেন্দুর, শুনানি নিয়ে বৈঠকের ডাক অভিষেকের

গণনা-পত্র পূরণের পরে বুধবার থেকেই এসআইআর-এর শুনানি-পর্ব শুরু করছে নির্বাচন কমিশন। যে ভোটারদের নিয়ে সংশয় রয়েছে, তাঁদের কাছ থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহের কাজ চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ০৮:৩৯
(বাঁ দিকে) শুভেন্দু অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)।

(বাঁ দিকে) শুভেন্দু অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। — ফাইল চিত্র।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ( এসআইআর) পরবর্তী পর্যায়ে বিজেপি ‘বোনাস’ পাবে বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ফের দাবি করেছেন, ‘‘এসআইআরের প্রথম পর্যায়ে ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ বাদ যাওয়ার পরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির কোনও ব্যবধান নেই।’’ সেই সূত্রেই শুনানি-পর্ব শেষে বিজেপির পক্ষে বাড়তি পাওনা ( বোনাস) হবে বলে দাবি তাঁর। অন্য দিকে, শুনানি-পর্ব নিয়ে আগামী রবিবার এসআইআর-এর কাজে যুক্ত লক্ষাধিক দলীয় কর্মীকে বৈঠকে ডেকেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গণনা-পত্র পূরণের পরে বুধবার থেকেই এসআইআর-এর শুনানি-পর্ব শুরু করছে নির্বাচন কমিশন। যে ভোটারদের নিয়ে সংশয় রয়েছে, তাঁদের কাছ থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহের কাজ চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। এই প্রেক্ষাপটে ভোটার তালিকা নিয়েই শাসক তৃণমূলকে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু। দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভা কেন্দ্রে এ দিন দলীয় সভায় তিনি বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী জানেন, তাঁর সঙ্গে আর সাধারণ মানুষের সমর্থন নেই। তৃণমূল ক্যামেরা বন্ধ করে ছাপ্পা ভোট করেছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের দিয়ে ভোট দেওয়ানো হয়েছে। অনুপস্থিত ও মৃত ভোটারদের নামেও ভোট পড়েছে।’’ সেই প্রসঙ্গেই তৃণমূল নেত্রীকে খোঁচা দিয়ে শুভেন্দুর মন্তব্য, ‘‘তিনি আগে বলেছিলেন এসআইআর করতে দেবেন না, আন্দোলন হবে। এসআইআর-এর প্রথম পর্যায় শেষ হওয়ার পরে তিনি আবার বলছেন, এসআইআর না করতে দিলে রাষ্ট্রপতি শাসন জারি হবে!’’

বিরোধী দলনেতার ‘বোনাস’ দাবিকে সামনে রেখে ফের বিজেপি ও কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপির ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, ‘‘শুভেন্দুর এই দাবিই প্রমাণ করছে, মানুষের ভোটে নয়, ভোটার তালিকায় কারচুপি করেই রাজ্য দখল করতে চাইছেন ওঁরা। এবং এই কাজে কমিশন ওঁদের সাহায্য করছে। কিন্তু এ রাজ্যে তা হবে না।’’ বিজেপি আর তৃণমূলের ভোটের ফারাক নিয়ে শুভেন্দুর দাবিকে কটাক্ষ করে কুণালের মন্তব্য, ‘‘পাটিগণিতের অঙ্কে বীজগণিত মেলাতে চাইছে বিজেপি! তার ফল যা হওয়ার, তা-ই হচ্ছে।’’

তৃণমূল সূত্রে খবর, এসআইআর-এর প্রাথমিক পর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় চিহ্নিত করেছে তৃণমূল। তার ভিত্তিতেই ২৮ ডিসেম্বর এসআইআর-এর কাজে যুক্ত দলের বিএলএ-১ ও ২-সহ বাছাই করা প্রায় এক লক্ষ নেতা-কর্মীকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক। কম ব্যবধানে তৃণমূলের জেতা আসনগুলিতে বাদ পড়া বা শুনানি নিয়ে বিশেষ ‘লক্ষ্য’ কাজ করেছে বলে মনে করছেন দলীয় নেতৃত্ব। এই কেন্দ্রগুলিতে বিএলএ- ১ ও বিএলএ-২’এর ভারপ্রাপ্ত নেতা-কর্মীদের করণীয় নির্দিষ্ট করে দিতে পারেন অভিষেক। শুনানিতে কত দ্রুত ভোটারদের সাহায্য করা যায়, সে ব্যাপারেও নির্দিষ্ট কিছু পরিকল্পনা জানানোর কথা তাঁর। ওই বৈঠকের দু’দিন আগে, ২৬ তারি‌খ রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়ন প্রকল্প প্রচারের কর্মসূচি নিয়ে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকও করবেন অভিষেক। সম্প্রতি মুখ্যমন্ত্রী যে ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশ করেছেন, তা নিয়ে টানা দেড় মাস প্রচারের এই কর্মসূচি জানিয়ে দেওয়া হবে সেখানে।

রাজ্যের অতিরিক্ত নির্বাচন আধিকারিক দিব্যেন্দু দাসের সঙ্গে দেখা করে এ দিই সিপিআই (এম-এল) লিবারেশনের বাসুদেব বসু, ইন্দ্রাণী দত্ত, জয়তু দেশমুখ, সজল অধিকারী, সুব্রত সেনগুপ্তেরা তফসিলি, মতুয়া, আদিবাসী-সহ প্রান্তিক মানুষের জন্য বিশেষ সুবিধার দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, এই অংশের যাঁদের কাছে কমিশনের নির্ধারিত ১১টি নথির কিছুই নেই, তাঁদের ক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ড, স্কুলের শংসাপত্র প্রভৃতিকে মান্যতা দেওয়ার হোক।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Suvendu Adhikari Abhishek Banerjee Special Intensive Revision BJP TMC

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy