Advertisement
E-Paper

ট্রেনের ধাক্কায় মৃত্যু, দেড় ঘণ্টা অবরোধ চলল বেলঘরিয়ায়, দুর্ভোগ প্রবল

বেলঘরিয়া স্টেশনের কাছে গ্যালপিং ট্রেনের ধাক্কায় এ দিন মৃত্যু হয় সোহম রায় নামে এক ছাত্রের। জখম অরুনাভ দাস নামে আরও এক ছাত্র। দু’জনেই বেলঘরিয়ার রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্র।

নিসস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৭ ১৮:৫০
শিয়ালদহ মেন শাখায় সম্পূর্ণ বন্ধ ট্রেন চলাচল। —ফাইল চিত্র।

শিয়ালদহ মেন শাখায় সম্পূর্ণ বন্ধ ট্রেন চলাচল। —ফাইল চিত্র।

দেড় ঘণ্টা পর অবরোধ উঠল বেলঘরিয়া স্টেশনে। ট্রেনের ধাক্কায় এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় সোমবার সন্ধে ছ’টার পর থেকে অবরোধ শুরু হয়েছিল বেলঘরিয়া স্টেশনে। আপ ও ডাউন— দুই লাইনেই বন্ধ হয়ে গিয়েছিল ট্রেন চলাচল। অবরোধের জেরে শিয়ালদহ মেন শাখাতে ট্রেন চলাচল কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিল।

বেলঘরিয়া স্টেশনের কাছে গ্যালপিং ট্রেনের ধাক্কায় এ দিন মৃত্যু হয় সোহম রায় নামে এক ছাত্রের। জখম অরুনাভ দাস নামে আরও এক ছাত্র। দু’জনেই বেলঘরিয়ার রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্র। স্থানীয় সূত্রের খবর, বেলঘরিয়া স্টেশনের কাছে এ দিন সন্ধ্যায় রেললাইনের ধার দিয়ে হেঁটে যাচ্ছিল ওই দুই পড়ুয়া। কোনও ঘোষণা ছাড়াই আচমকা সেই লাইনে ট্রেন ঢুকে পড়ে বলে অভিযোগ। অসতর্কতার জেরে দুই পড়ুয়া সরতে পারেনি লাইনের ধার থেকে। ট্রেনের ধাক্কায় তারা ছিটকে পড়ে। একজনের মৃত্যু হয়েছে। অন্যজন পানিহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।

আরও পড়ুন: চালু হয়েই বিকল যন্ত্র, বিপর্যস্ত ট্রেন

রেল কর্তৃপক্ষের গাফিলতির জেরেই সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের দাবি। অত্যন্ত জনবহুল এলাকা বেলঘরিয়ায় রেললাইনের ধার দিয়ে অনেকেই চলাচল করেন। তার জেরে দুর্ঘটনাও বেলঘরিয়ায় মাঝেমধ্যেই ঘটে থাকে। রেল কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে এলাকাবাসীকে সতর্ক করার চেষ্টাও হয়েছে অনেক বারই। তবে এলাকার মানুষেরও অভিযোগ, বেলঘরিয়ায় ট্রেন ঢোকার ঘোষণা মাঝেমধ্যেই অনিয়মিত হয়ে পড়ে। তার জেরে যাত্রীরা যেমন সমস্যায় পড়েন, তেমনই বাড়ে দুর্ঘটনার আশঙ্কাও।

আরও পড়ুন: খড়্গপুরে বাড়তি গতি চেয়ে বদল সিগন্যালে

কয়েক দিন আগে শিয়ালদহ-বনগাঁ শাখার দুর্গানগর স্টেশনেও মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এ দিন ঘটল বেলঘরিয়ায়। অবরোধ তুলতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে আসে। নামানো হয় র‌্যাফ এবং কমব্যাট ফোর্স। পরিস্থিতির অবনতি হওয়ায়, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী এসে অনুরোধ করলে বাসিন্দারা অবরোধ তুলে নেন।

Indian Railways Sealdah Main Section Belgharia Accident Rail Blockade বেলঘরিয়া
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy