Advertisement
E-Paper

হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চালু হবে কবে? নিউ জলপাইগুড়ি যেতে গুনতে হবে কত ভাড়া?

সপ্তাহে ছ’দিন পাওয়া যাবে হাও়়ড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। রেলের তরফে আগেই এই ট্রনের রুট, সূচি এবং ভাড়া জানানো হয়েছিল। হাওড়া এবং কামাখ্যার মধ্যে ১৩টি স্টেশনে দাঁড়াবে ট্রেনটি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ০০:১৬
Howrah-Kamakhya Vande Bharat Sleeper Express to start from January 17

— ফাইল চিত্র।

জল্পনার অবসান। হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস কবে থেকে চালু হবে, তা জানা গেল। সোমবার সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এই তথ্য দেন। শুধু তা-ই নয়, উত্তরবঙ্গ থেকে শুরু হওয়া তিনটি সাপ্তাহিক অমৃত ভারত ট্রেনের সূচনার কথাও জানান তিনি।

শমীক জানান, আগামী ১৭ জানুয়ারি প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ছুটবে হাওড়া এবং কামাখ্যার মধ্যে। এ ছাড়াও, ওই একই দিনে ছ’টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই সূচনা হবে বলেও জানান শমীক। তবে ভারতীয় রেলের তরফে এ ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।

সপ্তাহে ছ’দিন পাওয়া যাবে হাও়়ড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। রেলের তরফে আগেই এই ট্রনের রুট, সূচি এবং ভাড়া জানানো হয়েছিল। রেল জানিয়েছিল, হাওড়া থেকে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসটি ছাড়বে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। কামাখ্যা পৌঁছোবে পরের দিন সকাল ৮টা ২০ মিনিটে। আর কামাখ্যা থেকে তা ছাড়বে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। হাওড়া পৌঁছোবে পরের দিন সকাল ৮টা ১৫ মিনিটে। অর্থাৎ, ১৪ ঘণ্টাতেই হাওড়া-কামাখ্যা যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

হাওড়া এবং কামাখ্যার মধ্যে ১৩টি স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। হাওড়া থেকে ছাড়ার পর বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস প্রথম দাঁড়াবে ব্যান্ডেলে। তার পরে নবদ্বীপ ধাম, কাটোয়া, আজ়িমগঞ্জ, নিউ ফরাক্কা, মালদহ টাউন, আলুয়াবাড়ি রোড হয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছোবে। তার পরে সেখান থেকে ছেড়ে জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও, রঙ্গিয়া হয়ে কামাখ্যা পৌঁছোবে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। সেই একই রুটে কামাখ্যা থেকে ট্রেনটি হাওড়া আসবে। কামাখ্যা-হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস বুধবার পাওয়া যাবে না। আর হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চলবে না বৃহস্পতিবার।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ট্রেনে ১১টি এসি থ্রি টিয়ার, চারটি এসি টু টিয়ার এবং একটি এসি ফার্স্ট ক্লাস কামরা থাকবে। ৮২৩ জন যাত্রী সফর করতে পারবেন। রেল জানিয়েছে, নতুন ট্রেনের আসন সংরক্ষণ এবং যাত্রী পরিষেবার ক্ষেত্রে একাধিক বিধি প্রযোজ্য হবে। সেই নিয়ম অনুযায়ী, হাওড়া-কামাখ্যা বন্দে ভারত এক্সপ্রেসে ৪০০ কিলোমিটারের জন্য বাতানুকূল থ্রি-টিয়ারে ৯৬০ টাকা, বাতানুকূল টু-টিয়ারে ১২৪০ টাকা এবং প্রথম শ্রেণিতে ১৫২০ টাকা ভাড়া পড়বে। এর সঙ্গে যোগ হবে পাঁচ শতাংশ পণ্য পরিষেবা কর। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যেতে থ্রি-টিয়ারে খরচ পড়বে ১৩৩৪ টাকা। টু-টিয়ারে এই ভাড়া হবে ১৭২৪ টাকা। এসি ফার্স্ট ক্লাসের খরচ হবে ২১১৩ টাকা।

রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, যাঁরা এই ট্রেনে হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত যাবেন, তাঁদের ক্ষেত্রে প্রথম শ্রেণির ভাড়া ৩৮৫০ টাকার কাছাকাছি হতে পারে। টু-টিয়ারে ওই ভাড়া ৩১৫০ টাকা এবং থ্রি-টিয়ারে সেই অঙ্ক ২৪৪০ টাকার কাছাকাছি হবে।

Vande Bharat Express
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy