এ রাজ্যে নানা ক্ষেত্রে দুর্নীতির টাকার অংশ রাজনৈতিক প্রভাবশালী মারফত কয়েক জন নির্দিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতির জিম্মায় গিয়েছে বলে ইডির তদন্তে উঠে এসেছে। ইডি সূত্রে দাবি, এখনও পর্যন্ত প্রভাবশালী ঘনিষ্ঠ জনা ২৫ ব্যবসায়ী ও শিল্পপতির নামের তালিকা প্রস্তুত করা হয়েছে। বিধানসভা ভোটের আগে গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখা হচ্ছে। ইডির এক জন ডেপুটি ডিরেক্টরের নেতৃত্বে চারটি দল ব্যবসায়ী ও শিল্পপতিদের গোলমেলে আর্থিক লেনদেন নিয়ে তদন্ত করবেন।
ইডির কর্তাদের দাবি, গত দশ বছরে এ রাজ্যের নানা দুর্নীতির (রেশন, নিয়োগ, কয়লা, গরু-সহ) কয়েক হাজার কোটি কালো টাকা প্রভাবশালীদের মাধ্যমে ওই সব শিল্পপতি ও ব্যবসায়ীর কাছে বিনিয়োগ করা হয়েছিল। সম্প্রতি কলকাতা জ়োনাল অফিসে আয়কর দফতরের প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে একটি ইসিআইআর (ইনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট) দায়ের করা হয়েছে। নির্দিষ্ট কয়েক জন ব্যবসায়ী, শিল্পপতির কাছে গচ্ছিত প্রভাবশালীদের কালো টাকা ফের ঘুরপথে বিধানসভা ভোটে কাজে লাগানো হতে পারে বলে ইডির তদন্তকারীদের কাছে খবর।
কয়লা পাচারের ২০২৪ সালের একটি মামলায় নতুন করে তদন্ত শুরু করা হয়েছে। তাতেও ‘প্রভাবশালী ঘনিষ্ঠ’ ১২ জন ব্যবসায়ীর হদিস মিলেছে বলে ইডি সূত্রের দাবি। ওই ব্যবসায়ীদের সম্পত্তি ও ব্যবসায়িক লেনদেনের নথি যাচাই করা হচ্ছে। পাশাপাশি মাস চারেক ধরে বিভিন্ন শিল্পপতি ও ব্যবসায়ীর গত ১০ বছরের নথি খতিয়ে দেখছে আয়কর দফতর। এখনও পর্যন্ত জনা ২৫ ব্যবসায়ী ও শিল্পপতির আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি এবং বেআইনি আর্থিক লেনদেনের হদিস পেয়েছেন আয়কর দফতরের কর্তারা। আয়কর দফতরের তরফে তাঁদের জরিমানাও করা হয়। এর পর ইডিও তদন্তে নামে।
ইডির সূত্রে দাবি, মূলত বিভিন্ন শপিং মল-সহ নির্মাণ কারবারে কালো টাকার বিনিয়োগ হয়েছে, বিদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ওই টাকার অংশ জমা পড়ার তথ্য সূত্র মিলেছে। ইডির এক কর্তার দাবি, ‘‘গত ১০ বছরে ওই ব্যবসায়ী ও শিল্পপতিদের সম্পত্তি প্রায় ৫০০ শতাংশ বেড়েছে। রাজনৈতিক প্রভাবশালীদের সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগের সূত্রও মিলেছে। ওই তালিকাভুক্ত এক শপিংমলের মালিকের বাড়িতে সম্প্রতি ২৪ ঘণ্টারও বেশি তল্লাশি চালানো হয়। বিপুল সম্পত্তির দলিল ও বেআইনি আর্থিক লেনদেনের নথি বাজেয়াপ্ত করা হয়েছে। আগামী কয়েক মাসে আরও কয়েক জন ব্যবসায়ী, শিল্পপতির বাড়ি, অফিসে তল্লাশি চলবে।’’
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি নিয়ে ইডির মামলায় এ রাজ্যের কয়েক জন নির্মাণ ব্যবসায়ীর নাম উঠে আসে। ওই সব ব্যবসায়ী এবং তাদের বিভিন্ন সংস্থাকে অভিযুক্ত দায়ের করে আদালতে চার্জশিট পেশ করেছে ইডি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)