E-Paper

দুর্নীতির মামলায় পিছিয়েই বাংলা

এনসিআরবি-র তথ্য অনুযায়ী, ২০২১ সালে রাজ্যে ৮টি দুর্নীতির মামলা হয়েছিল। ২০২২ সালে তা বেড়ে হয়েছিল ২৫। ২০২৩ সালে তা কমে ফের ৮ হয়েছে। এই আটটি মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ০৬:৪৫

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাজ্যে কমেছে দুর্নীতিদমন মামলার সংখ্যা। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি) প্রকাশিত ‘ক্রাইম ইন ইন্ডিয়া-২০২৩’ রিপোর্টেই এই তথ্য সামনে এসেছে। তবে সেই রিপোর্টের তথ্য অনুযায়ী, এ রাজ্যে দুর্নীতিদমন মামলার তদন্ত এবং বিচারের গতিও চূড়ান্ত ঢিমে। ২০২২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এ রাজ্যে দুর্নীতি মামলার একটিরও বিচার শেষ হয়নি। আগের বছরের (২০২২) ৩৬টি বকেয়া মামলার মধ্যে মাত্র ১১টির চার্জশিট দিতে পেরেছেন তদন্তকারীরা। এই পরিসংখ্যান দেখে অনেকেই প্রশ্ন করেছেন, এ রাজ্য কি দুর্নীতিদমন মামলা নিয়ে আদৌ সক্রিয়? এনসিআরবি-র তথ্য অনুযায়ী, ২০২৩ সাল পর্যন্ত এ রাজ্যে ১০৬টি দুর্নীতি মামলার বিচার বকেয়া। ২০২২ থেকে ২০২৩ পর্যন্ত ৩৩টি মামলার তদন্ত থমকে।

এনসিআরবি-র তথ্য অনুযায়ী, ২০২১ সালে রাজ্যে ৮টি দুর্নীতির মামলা হয়েছিল। ২০২২ সালে তা বেড়ে হয়েছিল ২৫। ২০২৩ সালে তা কমে ফের ৮ হয়েছে। এই আটটি মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি মামলার শীর্ষে আছে মহারাষ্ট্র (৮১২)। তারপরেই কর্নাটক (৩৬২)। তামিলনাড়ু, গুজরাত, হরিয়ানা, কেরলও মামলার সংখ্যায় তালিকার উপর দিকে। দেশে সার্বিক ভাবে দুর্নীতি মামলা ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে কমলেও ২০২১ সালের তুলনায় তা অনেক বেশি।

পশ্চিমবঙ্গে দুর্নীতি মামলার সংখ্যা কম হওয়ায় অনেকে বলছেন, এ রাজ্যেও দুর্নীতির কম অভিযোগ ওঠে না। রাজ্য প্রশাসনের নানা স্তরে দুর্নীতি নিয়ে হাই কোর্টে কিছু মামলাও হয়। তা হলেও মামলার সংখ্যা এত কম কেন? প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে দুর্নীতির তদন্ত করার জন্য পৃথক দুর্নীতিদমন সংস্থাও (অ্যান্টিকরাপশন ব্যুরো) আছে।

কেন্দ্রীয় সংস্থার রিপোর্ট অনুযায়ী, মামলা নিষ্পত্তির ক্ষেত্রেও কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান অনেক এগিয়ে আছে। দেশের মধ্যে সব থেকে বেশি দুর্নীতি মামলার নিষ্পত্তি হয়েছে কেরলে (৩১২)। মামলার নিষ্পত্তির নিরিখে পশ্চিমবঙ্গের পাশাপাশি আছে ত্রিপুরা, অরুণাচলপ্রদেশ, মেঘালয়। ওই রাজ্যগুলিতেও কোনও মামলার নিষ্পত্তি হয়নি। তবে এনসিআরবি রিপোর্ট বলছে, দেশের সব বড় রাজ্যেই দুর্নীতি মামলার নিষ্পত্তির হার খুবই কম। অধিকাংশ রাজ্যেই বকেয়ার হার ৯০ শতাংশের বেশি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

National Crime Records Bureau NCRB Report police investigation Crime Cases West Bengal government

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy