Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মঞ্চে অভিযুক্ত মানস, দেখেও ধরল না পুলিশ

খাতায়-কলমে এখনও তিনি সবংয়ের তৃণমূল কর্মী খুনের মামলায় অভিযুক্ত। তাঁর নামে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। তাঁর আগাম জামিনের আর্জিও নাকচ হয়ে গিয়েছে। অথচ বুধবার খোদ পুলিশমন্ত্রীর মঞ্চে সেই সবংয়েরই বিধায়ক মানস ভুঁইয়াকে দেখেও ছুঁল না পুলিশ!

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৬ ০৪:২৪
Share: Save:

খাতায়-কলমে এখনও তিনি সবংয়ের তৃণমূল কর্মী খুনের মামলায় অভিযুক্ত। তাঁর নামে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। তাঁর আগাম জামিনের আর্জিও নাকচ হয়ে গিয়েছে। অথচ বুধবার খোদ পুলিশমন্ত্রীর মঞ্চে সেই সবংয়েরই বিধায়ক মানস ভুঁইয়াকে দেখেও ছুঁল না পুলিশ!

ঝাড়গ্রাম স্টেডিয়ামে পুলিশের মিলন অনুষ্ঠানে তখন বাউল গান হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন দিয়ে গান শুনছেন। মঞ্চে উঠলেন মানসবাবু। সামনের সারিতে জায়গা না পেয়ে বসলেন দ্বিতীয় সারিতে বাঁদিকের একেবারের শেষ চেয়ারটায়। নিজের বক্তৃতার শুরুতে মঞ্চের নেতাদের সম্বোধনের ফাঁকে মানসবাবুকে দেখতে পেয়ে ‘ডক্টর মানস ভুঁইয়া’ বললেন মমতাও। মঞ্চে কিন্তু চুপচাপই বসে ছিলেন তৃণমূল কর্মী জয়দেব জানার খুনের মামলায় অভিযুক্ত মানসবাবু। কারও সঙ্গে কথা বলছিলেন না। মঞ্চের সকলে তো বটেই, দর্শকও দেখে চিনতে পেরেছে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মানসবাবুকে। কিন্তু পুলিশের অনুষ্ঠানে হাতের নাগালে পেয়েও কেন পুলিশ মানসবাবুকে গ্রেফতার করল না, তা নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। খোদ মুখ্যমন্ত্রীর সামনে মানসবাবুর এই উপস্থিতিতে তাঁর প্রশ্ন, ‘‘মুখ্যমন্ত্রীই জবাব দিন
যে মামলাটা কি তা হলে ভুয়ো ছিল? না কি শাসক দলে গেলেই সাত খুন মাফ!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Manas bhunia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE