Advertisement
২০ এপ্রিল ২০২৪
Subrata Mukherjee

Subrata Mukherjee Death: মাথায় হাত বুলিয়ে প্রিয় সুব্রতকে সাদা ফুলের তোড়ায় শেষ বিদায় ‘প্রথম নায়িকা’ মুনমুনের

রবীন্দ্র সদনে শায়িত প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের দেহ। তাঁকে শ্রদ্ধা জানাতে সকাল ১০টা থেকে সেখানে হাজির হয়েছেন খ্যাতনামীরা।

রবীন্দ্র সদনে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের পাশে অভিনেত্রী মুনমুন সেন।

রবীন্দ্র সদনে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের পাশে অভিনেত্রী মুনমুন সেন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২১ ১৩:০৭
Share: Save:

অনেক দিনের বন্ধু। এক সঙ্গে কাজ করেছেন রাজনীতিতে, আবার অভিনয় জগতেও। পুরনো বন্ধুকে শ্রদ্ধা জানাতে আনন্দবাজার অনলাইনে কলম ধরেছিলেন টলিউড অভিনেত্রী মুনমুন সেন। শুক্রবার সকালে তাঁকে দেখা গেল বন্ধু সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহের পাশে দাঁড়িয়ে তাঁর কপালে হাত বুলিয়ে দিতে। সে ভাবেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন মুনমুন। তার পর হাত জোড় করলেন।

শুক্রবার সকাল ১০টা থেকে রবীন্দ্র সদনে শায়িত ছিল সুব্রতর দেহ। সেখানেই একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্ব এসে শ্রদ্ধা জানিয়েছেন। মুনমুন সেখানে এলেন দুপুর ১টার কিছু আগে। পরণে সরু পাড় সাদা শাড়ি। সাদা ব্লাউজ। হাতে সাদা ফুলের তোড়া। সুব্রতকে শেষ বিদায় জানিয়ে মুনমুন এক পাশে এসে দাঁড়ালেন। তার পরই হাত রাখলেন সুব্রতর কপালে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE