বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপরে ‘হেনস্থা’র অভিযোগকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস টানা যে প্রতিবাদ কর্মসূচি করছে, শনিবার গান্ধীমূর্তির পাশে সেই মঞ্চেই হাজির হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর আবেদন, “বাংলা ভাষার উপরে যেন কোনও আক্রমণ যেন না আসে।” এই মঞ্চে আসার কারণ ব্যাখ্যা করে তাঁর সংযোজন, “রাজনৈতিক উদ্দেশ্য নয়, মাতৃভাষার পাশে থাকতে প্রতিবাদ মঞ্চে গিয়েছিলাম। নিজের ছবি ‘বেলা’র প্রচার করাটাও উদ্দেশ্য ছিল। বেলা দে-র কথা মঞ্চে বলা জরুরি। নিজের ভাষার অপমান মানা যায় না। তৃণমূলের বদলে অন্য রাজনৈতিক দল এই প্রতিবাদ করলে, সেখানেও যেতাম।” প্রসঙ্গত, ‘আকাশবাণী’র কর্মী এবং লেখিকা বেলা দে-র জীবনীচিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী প্রতি শনি ও রবিবার গান্ধীমূর্তির পাশে প্রতিবাদ করছে দলের বিভিন্ন শাখা সংগঠন। এই সপ্তাহে তৃণমূলের সহযোগী সংগঠন ‘জয় হিন্দ্ বাহিনী’ আয়োজিত ওই কর্মসূচির মঞ্চেই ঋতুপর্ণা গিয়েছিলেন। ছিলেন মন্ত্রী শশী পাঁজা, বিধায়ক দেবাশিস কুমার, দলের নেতা কুণাল ঘোষ, ‘জয় হিন্দ্ বাহিনী’র প্রধান, মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যেরাও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)