E-Paper

ইদে বাড়তি ট্রেনের আর্জি রেলমন্ত্রীকে

মুর্শিদাবাদ এবং মালদহ জেলার জন্য বাড়তি ট্রেনের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিলেন লোকসভায় বিরোধী দলের নেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ ০৬:৫৬
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ফাইল চিত্র।

ইদের সময়ে শিয়ালদহ ও হাওড়া থেকে মুর্শিদাবাদ এবং মালদহ জেলার জন্য বাড়তি ট্রেনের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিলেন লোকসভায় বিরোধী দলের নেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। চিঠিতে তিনি লিখেছেন, সংখ্যালঘু-অধ্যুষিত মুর্শিদাবাদ ও মালদহ থেকে বহু মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যান। ইদ-উল-ফিতরের সময়ে তাঁরা বাড়ি ফেরেন। অধীরের বক্তব্য, পর্যাপ্ত সংখ্যক ট্রেন না থাকায় তাঁদের সমস্যায় পড়তে হয়। এই কারণেই রেলমন্ত্রীর কাছে প্রদেশ সভাপতির অনুরোধ, ইদের সময়ে দুই জেলার মানুষের যাওয়া-আসার সুবিধার্থে শিয়ালদহ ও হাওড়া থেকে বাড়তি ট্রেনের ব্যবস্থা করা হোক।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Ashwini Vaishnaw adhir chowdhury

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy