Advertisement
২২ মে ২০২৪
Ashwini Vaishnaw

ইদে বাড়তি ট্রেনের আর্জি রেলমন্ত্রীকে

মুর্শিদাবাদ এবং মালদহ জেলার জন্য বাড়তি ট্রেনের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিলেন লোকসভায় বিরোধী দলের নেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ ০৬:৫৬
Share: Save:

ইদের সময়ে শিয়ালদহ ও হাওড়া থেকে মুর্শিদাবাদ এবং মালদহ জেলার জন্য বাড়তি ট্রেনের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিলেন লোকসভায় বিরোধী দলের নেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। চিঠিতে তিনি লিখেছেন, সংখ্যালঘু-অধ্যুষিত মুর্শিদাবাদ ও মালদহ থেকে বহু মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যান। ইদ-উল-ফিতরের সময়ে তাঁরা বাড়ি ফেরেন। অধীরের বক্তব্য, পর্যাপ্ত সংখ্যক ট্রেন না থাকায় তাঁদের সমস্যায় পড়তে হয়। এই কারণেই রেলমন্ত্রীর কাছে প্রদেশ সভাপতির অনুরোধ, ইদের সময়ে দুই জেলার মানুষের যাওয়া-আসার সুবিধার্থে শিয়ালদহ ও হাওড়া থেকে বাড়তি ট্রেনের ব্যবস্থা করা হোক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ashwini Vaishnaw adhir chowdhury
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE