বড়সড় দুর্ঘটনার মুখে পড়লেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদের রেজিনগরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মুখোমুখি ধাক্কা মেরেছে বহরমপুরের সাংসদের গাড়িকে। গাড়িটি ভাল রকম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কংগ্রেস সূত্রে জানানো হয়েছে। তবে অধীর চৌধুরী এবং তাঁর রক্ষীরা অক্ষতই রয়েছেন।
আজ সকালেও কলকাতাতেই ছিলেন অধীর বাবু। একটু বেলার দিকে নিজের জেলার উদ্দেশে রওনা হন। রঘুনাথগঞ্জে দলীয় সভায় যাওয়ার কথা ছিল অধীর চৌধুরীর। কিন্তু বহরমপুর ঢোকার কিছুটা আগে রেজিনগরের কাছে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক অধীর বাবুর গাড়িতে অত্যন্ত বিপজ্জনক ভাবে ধাক্কা মারে। কংগ্রেস সাংসদ জানিয়েছেন, এত জোরে ধাক্কা মেরেছিল ট্রাকটি যে তাঁর গাড়ি রাস্তার এক পাশ থেকে অন্য পাশে ছিটকে যায়।
দুর্ঘটনাস্থল থেকে নিজের শহরে পৌঁছে কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি? দেখে নিন: