Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Adhir Ranjan Chowdhury

আমহার্স্ট স্রিটে সোমেন-স্মৃতিতে মুখর অধীর

প্রদেশ সভাপতি থাকাকালীন সোমেন প্রয়াত হওয়ার পরেও অধীর তাঁর জীবনে প্রয়াত নেতার অবদান স্বীকার করেছিলেন।

আমহার্স্ট স্ট্রিটে সোমেন মিত্রের স্মৃতিবিজড়িত কালী পুজোর উদ্বোধনে অধীর চৌধুরী।

আমহার্স্ট স্ট্রিটে সোমেন মিত্রের স্মৃতিবিজড়িত কালী পুজোর উদ্বোধনে অধীর চৌধুরী। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৩ ০৪:১৫
Share: Save:

ছিল তাঁর নাম ও পরিচিতির সঙ্গে জুড়ে থাকা কালী পুজোর উদ্বোধন। সোমেন মিত্রের স্মৃতি-বিজড়িত সেই মঞ্চে দাঁড়িয়েই দলের প্রয়াত নেতার বন্দনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আমহার্স্ট স্রিটের কালী পুজোর সূচনা-মঞ্চে শুক্রবার সন্ধ্যায় প্রদেশ সভাপতির গলায় শোনা গেল, ‘‘সে দিন যদি সোমেন মিত্র এই বাংলায় কংগ্রেসের নেতা না হতেন, অধীর চৌধুরী কখনও বিধায়ক বা সাংসদ হতে পারতো না। প্রদেশ কংগ্রেস সভাপতি তো ছেড়েই দিন। আমার রাজনৈতিক পরিচয়ের পিছনে সব চেয়ে বড় অবদান যদি পশ্চিমবঙ্গে কোনও নেতার হয়ে থাকে, কায়মনোবাক্যে বলছি সেটা সোমেন মিত্র। মায়ের সামনে দাঁড়িয়ে এটা আমার স্বীকারোক্তি, কোনও নাটক নয়।’’ প্রদেশ সভাপতি থাকাকালীন সোমেন প্রয়াত হওয়ার পরেও অধীর তাঁর জীবনে প্রয়াত নেতার অবদান স্বীকার করেছিলেন। যদিও তার পরে সোমেন-জায়া শিখা মিত্র তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছেন, পুত্র রোহন নিয়মিত অধীরকে কটাক্ষ করেছেন। অধীর এ দিন যখন সোমেন-স্মরণ করছেন, তখন আমর্হাস্ট স্ট্রিটে উপস্থিত ছিলেন শিখা, বাদল ভট্টাচার্য এবং অন্য কংগ্রেস নেতারাও। সোমেন কালীভক্ত হলেও কখনও সাম্প্রদায়িক মনোভাব রাখেননি, এই উৎসবও সম্প্রীতির আবহে পরিচালিত হয়েছে, সে কথাও মনে করিয়ে দিয়েছেন বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রয়াত সোমেনের উদার মনের কথাও তুলে ধরে বলেছেন, আমর্হাস্ট স্ট্রিটে এসে তিনি স্মৃতিমেদুরতায় আচ্ছন্ন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Adhir Ranjan Chowdhury Somen Mitra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE