Advertisement
০২ মে ২০২৪
Adhir Ranjan Chowdhury

করোনা পরিস্থিতিতে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে রাষ্ট্রপতিকে চিঠি অধীরের

আলোচনার মাধ্যমে জনগণের দুঃখকষ্ট ঘোচানোর উপায় বেরোতে পারে বলেও আশাপ্রকাশ করেছেন অধীর।

রাষ্ট্রপতিকে চিঠি অধীর চৌধুরীর।

রাষ্ট্রপতিকে চিঠি অধীর চৌধুরীর। —ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ১০ মে ২০২১ ১৬:৫৬
Share: Save:

দেশের করোনা পরিস্থিতি নিয়ে বিশেষ অধিবেশন ডাকতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি দিলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। সোমবার রাষ্ট্রপতিকে চিঠি পাঠিয়ে এই আবেদন জানিয়েছেন তিনি।

রাষ্ট্রপতিকে অধীর লিখেছেন, ‘আপনি ভাল করেই জানেন, দেশে করোনা পরিস্থিতি গভীর সঙ্কটে। এমন জটিল পরিস্থিতিতে আমি আপনার কাছে সংসদের বিশেষ অধিবেশন ডাকার আবেদন জানাচ্ছি’।

কেন সংসদের বিশেষ অধিবেশন ডাকতে তিনি আগ্রহী, চিঠিতে তার ব্যাখ্যাও দিয়েছেন অধীর। তাঁর মতে, সকল সাংসদেরই নিজেদের এলাকার পরিস্থিতি নিয়ে বক্তব্য আছে। আলোচনার মাধ্যমে জনগণের দুঃখকষ্ট ঘোচানোর উপায় বেরোতে পারে বলেও আশাপ্রকাশ করেছেন তিনি।

প্রসঙ্গত, গত ৪ দিনের তুলনায় দেশে দৈনিক আক্রান্ত এবং দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে সোমবার। আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬৬ হাজার ১৬১ জন। তবে উদ্বেগ বাড়িয়েছে সংক্রমণের হার বৃদ্ধি। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার পৌঁছেছে ২৪.৮৩ শতাংশে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Adhir Ranjan Chowdhury Corona Ram Nath Kovind
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE