Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Adhir Chowdhry

Adhir Ranjan Chowdhury: মুখ্যমন্ত্রীকে  চিঠি অধীরের 

তা হলে পশ্চিমবঙ্গই বা সেই পথে হাঁটবে না কেন? মূল্যবৃদ্ধির জন্য মানুষের যে নাভিশ্বাস উঠছে, সে কথা মুখ্যমন্ত্রীও নিয়মিত বলছেন।

অধীর চৌধুরী।

অধীর চৌধুরী। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ০৮:১৩
Share: Save:

পেট্রল, ডিজেলের উপর রাজ্য সরকারের প্রাপ্য ভ্যাট কমানোর দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শনিবার চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেসের লোকসভার নেতা অধীর চৌধুরী। চিঠিতে তিনি লিখেছেন, মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষকে স্বস্তি দিতে কংগ্রেস শাসিত রাজ্যগুলি পেট্রল, ডিজেলের উপর নেওয়া করে ছাড় দিয়েছে। তা হলে পশ্চিমবঙ্গই বা সেই পথে হাঁটবে না কেন? মূল্যবৃদ্ধির জন্য মানুষের যে নাভিশ্বাস উঠছে, সে কথা মুখ্যমন্ত্রীও নিয়মিত বলছেন। অধীরের বক্তব্য, মুখ্যমন্ত্রী শুধু ওই কথাটুকু বললে কোনও লাভ হবে না। তিনি বরং, মানুষকে স্বস্তি দিতে কংগ্রেস শাসিত রাজ্যগুলির মতো এ রাজ্যেও পেট্রোপণ্যের উপরে নেওয়া ভ্যাটে ছাড় দিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Adhir Chowdhry Mamata Banerjee vat Fuel Price
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE