পুলিশি তৎপরতার সঙ্গে ‘দোসর’ বৃষ্টি। তার জেরে শুক্রবার, সপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনেও মোটের উপরে ঘরবন্দি রইলেন কলকাতা-সহ রাজ্যবাসী। তবে বিচ্ছিন্ন ভাবে কিছু নিয়ম ভাঙার ঘটনা ঘটেছে। তার জেরে গ্রেফতারও হয়েছেন অনেকে।
এ দিন গড়িয়াহাটে উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো একটি গাড়ি আটকায় পুলিশ। চালক নিজেকে প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের ‘কর্পোরেট পিএ’ দাবি করেন। পুলিশ অবশ্য তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে। মদনবাবুও জানান, তাঁর কর্পোরেট পিএ নেই। পুলিশ ঠিক কাজই করেছে।
লালবাজার জানিয়েছে, এ দিন এ ভাবেই বিধিভঙ্গের অভিযোগে ৭৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মাস্ক ছাড়াই রাস্তায় বেরোনোয় ব্যবস্থা নেওয়া হয়েছে ৪১৮ জনের বিরুদ্ধে। প্রকাশ্যে থুতু ফেলায় ধরা পড়েছেন ৩০ জন। আটক হয়েছে ২২টি গাড়ি।