প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পরে চালু হল রাজ্যের সংশোধনাগারের ‘ই-প্রিজনার-সিস্টেম’।
জেল সূত্রের খবর, যান্ত্রিক ত্রুটির কারণে শনিবার দুপুর থেকে রবিবার দুপুর পর্যন্ত ওই ব্যবস্থাটি বন্ধ হয়ে যায়। রবিবার বেলা দেড়টায় ব্যবস্থাটি ফের চালু হয়েছে সূত্রের খবর।
জানা গিয়েছে, ওই ব্যবস্থাটি বিগড়ে যাওয়ায় রাজ্যের ৫৭টি সংশোধনাগারের মুক্তিপ্রাপ্ত বন্দিদের বায়োমেট্রিক নথি সংগ্রহ করা যায়নি। কারা দফতর সূত্রের খবর, ওই ব্যবস্থায় সংশোধনাগারে ঢোকা থেকে মুক্তির দিন পর্যন্ত বন্দিদের সমস্ত রকম খুঁটিনাটি তথ্য আপলোড করে রাখা হয়। ফলে ওই ব্যবস্থা বিকল হওয়ায় ২৪ ঘণ্টায় মুক্তিপ্রাপ্ত বন্দিদের কোনও নথি আপলোড করা যায়নি। পুরনো প্রথায় মুক্তিপ্রাপ্ত বন্দিদের স্বাক্ষর ও ছবি মিলিয়ে তাঁদের ছাড়া হয়েছে।
এক কারা কর্তার কথায়, “আদালতের নির্দেশে বন্দিদের নির্দিষ্ট সময় অনুযায়ী জেল থেকে ছাড়ার নিয়ম রয়েছে। সেই কারণে সনাতনী প্রথায় নথি রাখা হয়েছে। পরে সমস্ত ঘটনার বিবরণ সমেত আদালতকে জানানো হবে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)