Advertisement
২০ এপ্রিল ২০২৪
Amit Shah

মমতার সভাস্থলেই ১৯ তারিখে অমিত, আয়োজনে খামতি চায় না বিজেপি

শুভেন্দুকে নিয়ে টানাপড়েন চলাকালীন গত ৭ ডিসেম্বর ওই মেদিনীপুর কলেজ মাঠেই সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ০১:০৮
Share: Save:

শুভেন্দু অধিকারীর বিজেপি-তে যোগ দেওয়ার জল্পনায় সরগরম রাজ্য রাজনীতি। এমন পরিস্থিতিতে এ বার শুভেন্দুর গড় মেদিনীপুরেই সভা করতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী শনিবার অর্থাৎ ১৯ ডিসেম্বর মেদিনীপুর কলেজ মাঠে জনসভা করবেন তিনি। সেখানে একজন হেভিওয়েট তৃণমূল নেতা গেরুয়া শিবিরে যোগদান করতে পারেন বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে। তবে সেই নেতা শুভেন্দু কি না, তা নিয়ে মুখ খুলতে নারাজ দলীয় নেতৃত্ব।

শুভেন্দুকে নিয়ে টানাপড়েন চলাকালীন গত ৭ ডিসেম্বর ওই মেদিনীপুর কলেজ মাঠেই সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরোধিতায় সরব হয়েছিলেন তিনি। ওই আইন কৃষক বিরোধী বলেও সেখানে মন্তব্য করতে দেখা গিয়েছিল তৃণমূল নেত্রীকে। তাই ওই মাঠেই সভা করে শাহ তৃণমূলকে পাল্টা জবাব দিতে চলেছেন বলে সূত্রের খবর। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এটা কোনও পাল্টা সভা নয়, নির্বাচনের আগে লোক জড়ো করে তৃণমূলকে আসলে বার্তা দিতে চাইছে গেরুয়া শিবির।

ডায়মন্ড হারবারে‌ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার কনভয়ে হামলার ঘটনার পর শনিবার রাজ্যে আসছেন শাহ। শুরুতে ঠিক ছিল, মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্সে পাঁচ সাংগঠনিক জেলার নেতাদের নিয়ে বৈঠক করবেন তিনি। তার পর হেলিকপ্টারে চেপে কর্নগড় মন্দিরে পুজো দেবেন। সেখান থেকে হবিবপুরে ক্ষুদিরামের মাসির বাড়ি হয়ে স্পোর্টস কমপ্লেক্সে ফিরে ইনডোর সভা করবেন। সেই মতো দলের কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশের উপস্থিতিতে প্রস্তুতি সভাও হয়। যেখানে যেখানে শাহের যাওয়ার কথা ছিল, সেই জায়গাগুলি ঘুরে দেখেও নিয়েছিলেন দলের নেতারা।

আরও পড়ুন: ফোনে শুভেন্দুকে জন্মদিনের শুভেচ্ছা কৈলাসের, যোগদান কি অমিত-সফরে

আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ উপেক্ষা করতে শিখে গিয়েছেন শান্ত, পরিণত মমতা​

কিন্তু মঙ্গলবার বিকেলে আচমকাই পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির কাছে খবর এসে পৌঁছয়, শাহের কর্মসূচিতে কিছু পরিবর্তন হচ্ছে। স্পোর্টস কমপ্লেক্সের পরিবর্তে মেদিনীপুর কলেজ মাঠে প্রকাশ্য জনসভা করবেন তিনি। তাতেই শোরগোল পড়ে গিয়েছে দলের অন্দরে। সদ্য মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় সভা করে গিয়েছেন, বেছে বেছে সেই জায়গায় শাহের সভা করার পিছনে কোনও গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, তা বুঝে গিয়েছেন সকলে। তাই সেটিকে নির্বাচনী মঞ্চ করে তুলতে কোনও খামতি রাখতে চাইছেন না তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE