‘নারী-বিরোধী’ মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করার ডাক উঠে এল প্রগতিশীল মহিলা সমিতি (এআইপিডব্লিউএ)-র নবম সর্বভারতীয় সম্মেলন থেকে। দিল্লিতে সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন পাঁচশোর বেশি প্রতিনিধি। দু’দিনের সম্মেলনের উদ্বোধনী-পর্বে উপস্থিত হয়েছিলেন অরুন্ধতী রায়, নেহা সিংহ রাঠৌর, নভশরণ কৌর প্রমুখ। মণিপুরে মহিলাদের উপরে নির্যাতনেরও কড়া প্রতিবাদ জানানো হয়েছে সম্মেলনে। সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন মীনা তিওয়ারি এবং সভানেত্রী হয়েছেন ই রতি রাও। গঠিত হয়েছে ১৫১ জনের জাতীয় পরিষদ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)