ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে চলতি বিতর্কের মধ্যেই কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চলেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। পারিবারিক একটি অনুষ্ঠানের জন্য স্ত্রী ডিম্পলকে নিয়ে সোমবার শহরে পৌঁছেছেন অখিলেশ। সূত্রের খবর, নবান্নে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করতে যাওয়ার কথা তাঁর। কলকাতায় পৌঁছে অখিলেশ এসআইআর-প্রশ্নে নির্বাচন কমিশন এবং বিজেপিকে তোপ দেগেছেন। তাঁর বক্তব্য, ‘‘বিহার, উত্তরপ্রদেশ বা পশ্চিমবঙ্গ, সর্বত্রই ভোটের সুযোগ বাড়ানোর বদলে ভোটার কেটে দেওয়া হচ্ছে। সব বিরোধী দলই এই প্রচেষ্টার প্রতিবাদ করছে। পশ্চিমবঙ্গেও এসআইআর-এর মাধ্যমে ষড়যন্ত্র সফল হবে না। বিজেপি ডিজিটাল ইন্ডিয়ার কথা বলে কিন্তু নির্বাচন কমিশন তাদের সফ্টঅয়্যার এবং অ্যাপই বুঝে উঠতে পারছে না!’’ তাঁর দাবি, ‘‘পশ্চিমবঙ্গে বিজেপি আবার হারবে! দিদির (মমতা) কাছে ইডি আগে হেরেছিল, এখনও হেরেছে।’’ তৃণমূল কংগ্রেসের উপদেষ্টা সংস্থা আইপ্যাকে ইডি হানার প্রসঙ্গ ধরে অখিলেশের সংযোজন, ‘‘দিদি ইডি-র ‘পেন ড্রাইভ’ নিয়ে চলে এসেছেন। সেই ‘পেন’ (যন্ত্রণা) ভুলতে পারছে না বিজেপি!’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)