ভোরের দিকে এবং রাতে হালকা শীতের অনুভূতি থাকলেও বেলা গড়াতেই গরম। গত কয়েক দিন ধরে এমনটাই রয়েছে রাজ্যের আবহাওয়া। তবে চলতি সপ্তাহে দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কিছু জেলাতেও।
রাজ্যে আপাতত কনকনে শীতের আর কোনও সম্ভাবনা নেই। যেমন রয়েছে, তেমনই থাকবে আবহাওয়া। আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গের কোথাওই তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। তবে বুধ এবং বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিঙে। দার্জিলিঙের পার্বত্য এলাকায় হতে পারে তুষারপাতও। কালিম্পঙেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু’দিন। হালকা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার এবং বৃহস্পতিবার ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা কুয়াশা থাকতে পারে শনিবার পর্যন্ত। তবে রাজ্যের কোথাওই আপাতত ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই। আগামী সাত দিন রাজ্যের সর্বত্র আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সর্বত্রই রাতের তাপমাত্রায় আগামী সাত দিন বিশেষ হেরফের হবে না।
আরও পড়ুন:
কলকাতায় সোমবারের তুলনায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা বেড়ে ১৬.১ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে, যা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার নাগাদ তা ১৭ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। তবে মাসের শেষের দিকে তা আবার কিছুটা কমতে পারে। তবে খুব বেশি শীত পড়ার সম্ভাবনা আপাতত নেই। সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, তা-ও স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি।