Advertisement
E-Paper

কেন কর্পোরেট দুনিয়া ছেড়ে হঠাৎ রাজনীতিতে? কালীগঞ্জ থেকে উত্তর দিলেন তৃণমূল প্রার্থী আলিফা

কালীগঞ্জের বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুর পরে তাঁর কন্যা আলিফাকে ওই কেন্দ্র থেকে উপনির্বাচনের প্রার্থী করেছে তৃণমূল। আগামী ১৯ জুন সেখানে ভোটগ্রহণ হবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০২৫ ২৩:০৮
photo of Alifa Ahmed

কালীগঞ্জের তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন আলিফা আহমেদ। —নিজস্ব চিত্র।

কর্পোরেট দুনিয়ার নিশ্চিন্ত চাকরি ছেড়ে কেন হঠাৎ রাজনীতির অনিশ্চয়তায় যোগ দিলেন? নদিয়ার কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ বৃহস্পতিবার সেই প্রশ্নের জবাব দিলেন নিজেই। জানালেন, বাবার অপূর্ণ স্বপ্নপূরণের লক্ষ্যেই তাঁর রাজনীতিতে আসা। জনসেবার তাগিদ অনুভব করেছেন তিনি। সেই কারণেই সাড়া দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে।

কালীগঞ্জের বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুর পরে তাঁর কন্যা আলিফাকে ওই কেন্দ্র থেকে উপনির্বাচনের প্রার্থী করেছে তৃণমূল। আগামী ১৯ জুন সেখানে ভোটগ্রহণ হবে। ফলাফল জানা যাবে ২৩ জুন। এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মীরা-১ গ্রাম পঞ্চায়েতে বৃহস্পতিবার একটি দলীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আলিফা। সেখান থেকে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বলেন, ‘‘আমি আপনাদের মেয়ে। আপনাদের সেবা করতেই এসেছি।’’ কর্পোরেট কেরিয়ার ছেড়ে রাজনীতিতে যোগ প্রসঙ্গে আলিফা বলেন, ‘‘অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন, সফল চাকরি ছেড়ে কেন রাজনীতিতে এলাম। সহকর্মীরাও অনেকে প্রশ্নটা করেছিলেন। আসলে বাবার মৃত্যুর পর ওঁর স্বপ্নগুলো পূরণের দায়িত্ব এসে পড়েছে আমার উপর। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, কালীগঞ্জের মানুষের ডাক শুনে আমি এখানে এসেছি।’’ জনসেবার প্রতি দায়িত্ববোধ থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন, জানান আলিফা।

নাসিরুদ্দিন কালীগঞ্জে যে উন্নয়নমূলক কাজগুলি শুরু করেছিলেন, ভোটে জিতলে তা এগিয়ে নিয়ে যাওয়াই অগ্রাধিকার হবে আলিফার। বৃহস্পতিবার তাঁর মুখে ‘লক্ষ্মীর ভান্ডার’, ‘কন্যাশ্রী’র মতো রাজ্য সরকারি প্রকল্পগুলির ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে। আলিফা বলেছেন, ‘‘লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী বাস্তবে নারীদের ক্ষমতায়নের প্রতীক। আর্থিক সহায়তার মূল্য কতটা, প্রত্যেক নারী তা জানেন।’’ বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘মানুষের জীবনের কোনও মূল্য দেয় না বিজেপি। মণিপুরে কী ঘটেছে, সকলে দেখেছেন। বিজেপিশাসিত রাজ্যগুলিতে মহিলারা অত্যাচারিত। আমাদের সরকার নারীদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেয়। কংগ্রেস বা বামেদের ভোট দেওয়া মানে পরোক্ষে বিজেপিকেই সাহায্য করা। আপনারা কেউ ভোট নষ্ট করবেন না। আমাকে আশীর্বাদ করুন, যাতে আপনাদের কাজ করতে পারি।’’ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল কালীগঞ্জে। সেখানেও যোগ দিয়েছিলেন আলিফা।

By-Election Kaliganj By Election Nadia TMC Alifa Ahmed
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy