সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের বিধায়ক হিসাবে শপথগ্রহণ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, আলিফা আহমেদের ক্ষেত্রে তা হল না! কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয়ী আলিফার শপথের তারিখ স্থির হয়ে গেল। আগামী বুধবার বিধানসভাতেই তাঁকে শপথবাক্য পাঠ করাবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজভবনের তরফে প্রয়োজনীয় অনুমতি মেলার পরই শপথগ্রহণ অনুষ্ঠানের দিন ঠিক হয়!
২০২১ সালে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে থেকে জয় পান নাসিরউদ্দিন আহমেদ (লাল)। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে কালীগঞ্জের ফাঁকা আসনে উপনির্বাচন করায় নির্বাচন কমিশন। তৃণমূল নাসিরের কন্যা আলিফাকে টিকিট দেয়। গত ১৯ জুন ছিল ভোটগ্রহণ পর্ব। সেই উপনির্বাচনে বিজেপি এবং বাম-কংগ্রেস জোটের প্রার্থীদের হারিয়ে জয় পান আলিফা। ৫০,০৪৯ ভোটে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিজেপির আশিস ঘোষকে হারান তিনি। গত ২৩ জুন ভোটের ফলপ্রকাশ হলেও বিধায়ক হিসাবে আলিফার দিনক্ষণ ঠিক ছিল না। সোমবার শপথগ্রহণের দিন জানানো হল।
আরও পড়ুন:
উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জটিলতার ছবি দেখেছে বাংলা। পশ্চিমবঙ্গবাসী দেখেছেন স্পিকার বন্দ্যোপাধ্যায় বনাম রাজ্যপাল সিভি আনন্দ বোসের ‘যুদ্ধ’ও! দু’পক্ষের চিঠি বিনিময়ের ফলে পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল। বরাহনগর থেকে জয়ী সায়ন্তিকা এবং ভগবানগোলা কেন্দ্রে জয়ী রেয়াতের শপথগ্রহণ নিয়ে এক মাস ধরে টানাপড়েন চলেছিল রাজভবন এবং বিধানসভার মধ্যে। তবে সায়ন্তিকাদের ক্ষেত্রে যে জটিলতা তৈরি হয়েছিল, আলিফার শপথগ্রহণে সেই জট রইল না।