ছাত্র সংগঠনের কর্তৃত্বে দখলদারি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) দুই গোষ্ঠীর বিবাদে মঙ্গলবার থেকেই উত্তপ্ত ছিল গোঘাটের কামারপুকুরের শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠ কলেজ। বুধবার সেখানে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে প্রহৃত হলেন বিধায়ক মানস মজুমদারের প্রতিনিধি তথা যুব তৃণমূল নেতা চঞ্চল রায়। তিনি একটি গোষ্ঠীর লোক বলে টিএমসিপি-রই একটি সূত্রের দাবি। ভাঙচুর চালানো হয় তাঁর মোটরবাইকে। তরোয়াল এবং লাঠি নিয়ে তাঁকে তাড়া করা হয় বলেও অভিযোগ। চঞ্চলবাবু কলেজের টিএমসিপি-র এক ছাত্রনেতা-সহ মোট ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অধ্যক্ষের অনুমতি নিয়ে তল্লাশি চালিয়ে কয়েকটি শ্রেণিকক্ষ থেকে দু’টি তরোয়াল, প্রচুর লাঠি এবং বেশ কিছু মদের বোতল উদ্ধার করে। বিধায়ক বলেন, “শিক্ষা ক্ষেত্রে তো বটেই, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করলেও যে যত প্রভাবশালী নেতাই হোন, পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে। দলের তরফেও কলেজের এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”