র্যাগিংয়ের অভিযোগে একসঙ্গে ১১ জন পড়ুয়াকে সাসপেন্ড করল সত্যজিত রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট (এসআরএফটিআই)। গত সোমবার এসআরএফটিআইয়ের প্রথমবর্ষের ৫০ জন পড়ুয়া একসঙ্গে ডিন পঙ্কজ শীলের কাছে লিখিত অভিযোগ জানান। তাঁদের অভিযোগ ছিল, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের পড়ুয়ারা নিয়মিত তাঁদের র্যাগিং করছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত চালিয়ে মঙ্গলবার অভিযুক্ত ১১ জন পড়ুয়াকে সাসপেন্ডের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ১১ জনের মধ্যে ৯ জনই ভিন রাজ্যের বাসিন্দা।
এসআরএফটিআই সূত্রের খবর, গত ২৯ অগস্ট ক্লাস শুরু হয় প্রথমবর্ষের পড়ুয়াদের। তার পর থেকেই হস্টেলের বেশ কিছু সিনিয়র নতুন এই পড়ুয়াদের উপর র্যাগিং চালাতে থাকে। অভিযোগকারী পড়ুয়ারা জানান, জোর করে তাঁদের থেকে টাকা আদায়, তাঁদের দিয়ে মদ কেনানো, মুখে থুতু ছেটানো—এই সব চলতেই থাকে দীর্ঘদিন ধরে। শুধু তাই নয়, কর্তৃপক্ষের কাছে এই খবর গেলে তাঁদের দেখে নেওয়ারও হুমকি দেয় দ্বিতীয়, তৃতীয় বর্ষের ওই পড়ুয়ারা। এর পরেই প্রথমবর্ষের পড়ুয়ারা মিলে লিখিত অভিযোগ জানায় কর্তৃপক্ষের কাছে।
আরও পড়ুন: চোখের জলে শেষ বিদায় বিশ্বজিতের
এসআরএফটিআই কর্তৃপক্ষ জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরেই তদন্ত করে ওই ১১ জন পড়ুয়াকে হস্টেল থেকে সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু বহিষ্কারই নয়, নতুন করে নোটিশ জারি না হওয়া পর্যন্ত ওই ১১ জন পড়ুয়া ক্লাস করতে পারবেন না বলেও জানানো হয়েছে। এর পরেও যদি অভিযুক্তদের কেউ হস্টেলে থাকেন বা ক্লাস করতে যান তবে তাঁদের বহিষ্কার করা হবে বলেও সাফ জানিয়েছেন কর্তৃপক্ষ। এসআরএফটিআইয়ের ডিরেক্টর অমরেশ চক্রবর্তী জানান, পরবর্তী তদন্তের জন্য নতুন করে একটি কমিটি গঠন করা হয়েছে। ‘‘অভিযুক্তদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ খতিয়ে দেখে ২৬ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে’’—বলেন অমরেশবাবু।