Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Coronavirus in West Bengal

Coronavirus in West Bengal: রাজ্যে দৈনিক আক্রান্ত সামান্য কমলেও উদ্বেগ বাড়াচ্ছে উত্তরবঙ্গ, বৃদ্ধি সংক্রমণের হারে

গতকালের তুলনায় দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। দৈনিক সংক্রমণ পাঁচ গুণ বেড়েছে উত্তর দিনাজপুরে।

রাজ্যের করোনা চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ জুলাই ২০২১ ২১:১৫
Share: Save:

রাজ্যে দৈনিক সংক্রমণ বৃহস্পতিবারের তুলনায় সামান্য কমলেও চিন্তায় রাখছে উত্তরবঙ্গের পরিস্থিতি। শুক্রবার তুলনায় দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। দৈনিক সংক্রমণ পাঁচ গুণ বেড়েছে উত্তর দিনাজপুরে। শুক্রবার রাজ্যে সংক্রমণের হারও সামান্য বেড়েছে বৃহস্পতিবারের তুলনায়।

রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, শুক্রবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮৮২ জন। সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১৫ লক্ষ ১৬ হাজার ৪৮১ জন। রাজ্যে মোট সুস্থ হয়েছেন ১৪ লক্ষ ৮৫ হাজার ১৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৫ জন। বৃহস্পতিবারের তুলনায় সংক্রমণের হার সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১.৫৬ শতাংশে। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৫৭ হাজার ৯২ জনের।

দৈনিক সংক্রমণের জেলাভিত্তিক হিসেবের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা থাকলেও উদ্বেগ বাড়াচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলি। গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ারে দৈনিক সংক্রমণ প্রায় দ্বিগুণ বেড়ে হয়েছে ৩৩। জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৭৮ জন ও ২০ জন। তবে দার্জিলিঙে সংক্রমণ বৃহস্পতিবারের তুলনায় অনেকটাই কমেছে। সেই সঙ্গে শুক্রবার বাঁকুড়াতেও দৈনিক আক্রান্তের নেমে হয়েছে ৫৬। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা গদ ২৪ ঘণ্টায় ৯২। কলকাতায় সংক্রমিত হয়েছেন ৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মারা গিয়েছেন ১০ জন। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৭ হাজার ৯৮০ জন। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৮৪-তে। করোনা পরীক্ষা হয়েছে ৫৭ হাজার ৯২ জনের। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৫০ লক্ষ ২৯ হাজার ৮৪৬ জনের। শুক্রবার রাজ্যে টিকাপ্রাপ্তের সংখ্যাও অনেকটাই কমেছে। শেষ ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ২ লক্ষ ৩৮ হাজার ৭০৯ জন। এখনও পর্যন্ত মোট টিকাপ্রাপ্তের সংখ্যা ২ কোটি ৫২ লক্ষ ৭৩ হাজার ৬১৫।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus in West Bengal Coronavirus in Kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE