Advertisement
০৬ মে ২০২৪
State News

নারদ-কাণ্ডে অভিযুক্তদের পথনাটিকায় বিঁধলেন অম্বিকেশরা

কেউ যেন শোভন চট্টোপাধ্যায়। কেউ বা রাজ্যের প্রথম সারির মন্ত্রী। কেউ বা উঁচু দরের পুলিশ কর্তা। নারদকাণ্ডে অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে এ বার পথনাটিকাকে হাতিয়ার করল ‘আমরা আক্রান্ত’-এর সদস্যেরা।

পুরসভার সামনে পথনাটিকা করার পর ‘আমরা আক্রান্ত’-এর সদস্যেরা। —নিজস্ব ছবি।

পুরসভার সামনে পথনাটিকা করার পর ‘আমরা আক্রান্ত’-এর সদস্যেরা। —নিজস্ব ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৭ ১৮:২৮
Share: Save:

কেউ যেন শোভন চট্টোপাধ্যায়। কেউ বা রাজ্যের প্রথম সারির মন্ত্রী। কেউ বা উঁচু দরের পুলিশ কর্তা। নারদকাণ্ডে অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে এ বার পথনাটিকাকে হাতিয়ার করল ‘আমরা আক্রান্ত’-এর সদস্যেরা।

মঙ্গলবার কলকাতা পুরসভার সামনেই নাটকের অঙ্গ হিসাবেই যেন উঠে এল নারদ-এর স্টিং অপারেশনের ভিডিও ফুটেজ। এ দিন দুপুর পৌনে ২টো নাগাদ পুরসভার মেন গেটের সামনে ওই পথনাটিকার মধ্যে দিয়েই নারদ-কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে প্রতিবাদ ও গ্রেফতারির দাবি জানালেন ‘আমরা আক্রান্ত’-এর অম্বিকেশ মহাপাত্র, হরপ্রসাদ সমাদ্দাররা। পথনাটিকা চলাকালীন তার সামনে দিয়েই পুরসভায় ঢোকে মেয়র ও ডেপুটি মেয়র ইকবাল আহমেদের গাড়ি। তবে পুলিশি ব্যারিকেড থাকায় কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আরও পড়ুন

নকশালবাড়িতে পাত পেড়ে ভোজ অমিতের, মমতার আক্রমণ কোচবিহার থেকে

পথনাটিকা শেষে অম্বিকেশবাবুর বলেন, “শীর্ষ আদালতের নির্দেশে সিবিআইয়ের প্রাথমিক তদন্তে যাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে তাঁদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। করতে হবে গ্রেফতারও।” শহরের পথে দাঁড়িয়ে এ ভাবে দাবি করতে হচ্ছে বলে তাঁরা লজ্জিত বলেও জানান অম্বিকেশবাবু। তিনি বলেন, “ভিডিও ফুটেজ যে দিন সম্প্রচারিত হয়েছিল সে দিনই নিরপেক্ষ তদন্তের সপক্ষে অভিযুক্তদের পদত্যাগ করা উচিত ছিল।”

দেখুন ভিডিও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE