Advertisement
১১ মে ২০২৪

কেন্দ্রের বাজেট অভিসন্ধিমূলক, বিধানসভা থেকে তোপ অমিত মিত্রর

বাজেট পেশের আগে তাঁর ভাষণে অর্থমন্ত্রী দাবি করেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে বার বার কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:২২
Share: Save:

এ বার বিধানসভা থেকেও কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াল রাজ্য। সোমবারই রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। সেখান থেকেও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন রাজ্যের অর্থমন্ত্রী। রাজ্যের বিভিন্ন কাজে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করছে বলেও এ দিন অভিযোগ করেন তিনি।

বাজেট পেশের আগে তাঁর ভাষণে অর্থমন্ত্রী দাবি করেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে বার বার কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করছে। পাশাপাশি কেন্দ্রীয় বাজেটকে ‘অভিসন্ধিমূলক’ বলেও কটাক্ষ করতে ছাড়েননি অমিত মিত্র।

তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার কৃষকদের আয় বাড়াতে পারেনি। আর সে জন্যই দেশে কৃষক আত্মহত্যার সংখ্যা বেড়েছে। পাশপাশি তৃণমূল সরকার রাজ্যের কৃষকদের পাশে রয়েছে, দাবি অমিত মিত্রের। তাঁর দাবি, রাজ্যের ফসল বিমার সুফল পাচ্ছেন ২৪ লক্ষ কৃষক।

আরও পড়ুন: ধর্নার ১৯ ঘণ্টা: ধর্না চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত, ঘোষণা মমতার

আরও পড়ুন: তথ্য লোপাটের প্রমাণ কই? সিবিআইকে বলল সুপ্রিম কোর্ট, কাল শুনানি​

নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে বলেছিলেন কালো টাকা ফিরিয়ে আনবেন। এ দিন বাজেট পেশের সময় কালো টাকা প্রসঙ্গে মোদীকে আক্রমণ করতে ছাড়েননি অর্থমন্ত্রী। বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে শুধুমাত্র দেশের কিছু ব্যবসায়ীর স্বার্থ পূরণ হয়েছে বলেও এ দিন বিধানসভা থেকে তোপ দাগেন তিনি। একইসঙ্গে, দেশের ব্যাঙ্কিং ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও তাঁর অভিযোগ। কেন্দ্রকে আক্রমণের পাশাপাশি এ দিনের বাজেটে রাজ্যের সাফল্যের খতিয়ানও তুলে ধরেন তিনি। কী ভাবে রাজ্য সরকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, বর্তমান তৃণমূল সরকারের আমলে রাজ্যের উন্নয়নে কোন খাতে কত বরাদ্দ হয়েছে তার খতিয়ান তুলে ধরেন অমিত মিত্র।

(দুই চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলি, নদিয়া-মুর্শিদাবাদ, সহ দক্ষিণবঙ্গের খবর, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা খবর, বাংলার বিভিন্ন প্রান্তের খবর পেয়ে জান আমাদের রাজ্য বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amit Mitra Union Budget Budget West Bengal Budget
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE